EXIT POLL: মহারাষ্ট্র ও হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি
শান্তিপূর্ণ ভাবে মিটল মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটগ্রহণ পর্ব। এক নজরে দেখে নেওয়া যাক কী বলছে বুথফেরত সমীক্ষা-
ওয়েব ডেস্ক: শান্তিপূর্ণ ভাবে মিটল মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটগ্রহণ পর্ব। এক নজরে দেখে নেওয়া যাক কী বলছে বুথফেরত সমীক্ষা-
মহারাষ্ট্রের ২৮৮ ও হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে এক্সিট পোল অনুযায়ী-
টুডের চাণক্য/নিউজ ২৪ এক্সিট পোল-
মহারাষ্ট্র-বিজেপি পেতে চলেছে ১৫১টি আসন, শিব সেনা-৭১, কংগ্রেস-২৭ ও এনসিপি-২৮।
হরিয়ানা-বিজেপি পেতে চলেছে ৫২, আইএনএলডিজোট ২৩, কংগ্রেস ১০ ও অন্যান্যরা পেতে পারে ৫টি আসন।
দুটি রাজ্যের এক্সিট পোলই বলছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
এক্সিট পোল টাইমস নাউ/সিভোটার-
মহারাষ্ট্র- বিজেপি পেতে চলেছে ১২৯টি আসন, শিব সেনা ৫৬টি আসন, কংগ্রেস ৪৩টি আসন ও এনসিপি ৩৬টি আসন।
হরিয়ানা- বিজেপি পেতে চলেছে ৩৭টি আসন, কংগ্রেস পেতে চলেছে ১৫টি আসন, আইএনএলডি ২৮টি আসন, কংগ্রেস ৪৩টি আসন ও এনসিপি ৩৬টি আসন।
এবিপি নিউজ-নিয়েলসন এক্সিট পোল-
মহারাষ্ট্র-বিজেপি পেতে পারে ১২৭টির কিছু বেশি, শিব সেনা ৭৭, কংগ্রেস ৪০, এনসিপি ৩৪, এমএনএস ৫ ও অন্যান্য ৫টি আসন।
হরিয়ানা-বিজেপি পেতে পারে ৪৬টি আসন, আইএনএলডি ২৯, কংগ্রেস ১০, এইচজেসি ২ ও অন্যান্য ৩।
মহারাষ্ট্রে ভোটের আগে বিজেপি-শিব সেনার ২৫ বছরের ও কংগ্রেস-এনসিপির ১৫ বছরের জোট ভেঙে এবার লড়াই চতুর্মুখী। কংগ্রেস, শিব সেনা ও এনসিপির লড়াইয়ে শেষ তাস হতে পারে এমএনএস।
আগমী ১৯ অক্টোবর ভোট গণনা।