গো হত্যাকারী সন্দেহে মধ্যপ্রদেশে যুবককে পিটিয়ে মারল জনতা
পুলিস ইতিমধ্যেই ৪ জনের গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: বেশ কিছুদিন পর ফের গো হত্যাকারী সন্দেহে পিটিয়ে খুন। বার মধ্যপ্রদেশের সাতনা জেলায়। জনতার মারে অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই ঘটনায় পুলিস এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হবে।
বুধবার রাতে সাতনার একটি গ্রামে গো হত্যাকারী সন্দেহে কয়েকজনকে লাঠিসোঁটা নিয়ে ঘিরে ধরে গ্রামবাসীরা। তার পর শুরু হয় বেদম প্রহার। মারধরের চোটে রিয়াজ(৪৫) নামে এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। শাকিল(৩৩) নামে অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক। দলের অন্যান্যরা পালিয়ে প্রাণ বাঁচায়।
MP: Man allegedly beaten to death, another critically injured by villagers in Satna's Amgar village for allegedly killing cattle. Police say,'We've arrested 4 people & investigation is underway'.Police found a slaughtered bull & meat of 2 other bulls packed in sacks from the spot pic.twitter.com/Tl5H2MhGkB
— ANI (@ANI) May 20, 2018
আরও পড়ুন-কংগ্রেসের অনুরোধে শপথগ্রহণ পিছোলেন কুমারস্বামী
রবিবার সাতনায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিংয়ের। তার আগেই এই ঘটনা। পুলিস ইতিমধ্যেই ৪ জনের গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি শাকিল নামে আশঙ্কাজনকে ওই যুবকের বিরুদ্ধে গো হত্যার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন-রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিকে, রাজ্য পুলিসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে পুলিস একটি মাংসের বস্তা ও একটি মৃত গরু বাজেয়াপ্ত করেছে। এলাকায় প্রবল উত্তেজনা থাকায় কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।