‘গোহত্যা বন্ধ হলেই থেমে ‌যাবে গণপিটুনিও’

গণপিটুনি নিয়ে বিতর্কের মধ্যেই এনিয়ে মুখ খুললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার

Updated By: Jul 24, 2018, 01:09 PM IST
‘গোহত্যা বন্ধ হলেই থেমে ‌যাবে গণপিটুনিও’

নিজস্ব প্রতিবেদন: আলওয়ার গণপিটুনি নিয়ে বিতর্কের মধ্যেই এনিয়ে মুখ খুললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। গণপিটুনিতে মুত্যু প্রসঙ্গে বলতে গিয়ে রাঁচিতে এক অনুষ্ঠানে ইন্দ্রেশ কুমার বলেন, গো হত্যা বন্ধ হলেই গণপিটুনি বন্ধ হয়ে ‌যাবে।

আরও পড়ুন-ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মায়ের বকুনিতে আত্মঘাতী ষোলো বছরের মেয়ে!

গরু পাচারকারী সন্দেহে আলওয়ারে এক ‌যুবকের মুত্যু প্রসঙ্গে বলতে গিয়ে ইন্দ্রেশ বলেন, ‘এমন কোনও ধর্ম দেখান ‌যেখানে গো হত্যার অনুমতি দেয়। ‌যীশু ‘গোশালায়’ জন্ম নিয়েছিলেন। তাই গরুকে গো মাতা বলা হয়। মক্কা ও মদিনায় গোহত্যা করা ‌যায় না। দুনিয়া থেকে এই পাপ দূর করার শপথ কি আনরা নিতে পারি না! পৃথিবী থেকে এই পাপ ‌যদি দূর হয়ে ‌যায় তাহলে গণপিটিুনি আপনাআপনি বন্ধ হয়ে ‌যাবে।’

আরও পড়ুন-২১ জুলাইয়ে দুর্ঘটনায় মৃত দম্পতির ছেলেকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি!

সোমবার রাঁচিতে হিন্দু জাগরণ মঞ্চ-এর কা‌র্যালয়ের উদ্বাধন করেন ইন্দ্রেশ কুমার। সেখানেই তিনি ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধানে সংস্কারের প্রয়োজন। এই সংস্কার বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে। সম্প্রতি ঝাড়খণ্ডের পাকুড়ে স্বামী অগ্নিবেশের ওপরে হামলা প্রসঙ্গে ইন্দ্রেশ কুমার বলেন, বাক স্বাধীনতার নামে কারও সবকিছু বলে দেওয়ার কোনও অধিকার থাকতে পারে না।

.