Lucknow-র কাকোরিতে ATS এর জালে দুই আলকায়দা জঙ্গি, উদ্ধার প্রচুর বিস্ফোরক
কারা ছিল টার্গেট?
নিজস্ব প্রতিবেদন: বড়সড় অভিযান চালিয়ে লখনৌয়ের (Lucknow) কাকোরি থেকে দুই আলকায়দা জঙ্গিকে (Al-Qaeda) গ্রেফতার করল উত্তরপ্রদেশ জঙ্গিদমন স্কোয়াড (ATS)। কাকোরি এলাকায় একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল ঐ দুই জঙ্গি। খবর আঁচ করে সেখানে আইজি জি কে গোস্বামীর নেতৃত্বে হাজির হয় এটিএসের একটি দল।
আইজি জানান, কাকোরির ঐ বাড়িটি শাহিদ নামে একজনের। প্রায় ১৫ বছর ধরে ঐ বাড়িতে ভাড়া থাকতেন ওয়াসিম নামে আরও একজন। বাড়িটির ভিতরে একটি গাড়ির গ্যারেজও রয়েছে বলে জানা গিয়েছে। এটিএস সূত্রে খবর, বাড়িটি থেকে দুটি প্রেসার-কুকার বোমা, একটি ডিটোনেটর, ৬ থেকে ৭ কেজির বিস্ফোরক উদ্ধার হয়েছে।
Lucknow ATS conducts searches in Kakori. Details awaited. pic.twitter.com/gPcqRbKMmL
— ANI UP (@ANINewsUP) July 11, 2021
আরও পড়ুন: দুইয়ের বেশি সন্তান হলে সরকারি চাকরি নয়, জনসংখ্যা নিয়ন্ত্রণে বার্তা যোগীর আদিত্যনাথের
ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের নাম প্রকাশ করে হবে বলে জানিয়েছেন আইজি। তবে এটিএসের প্রাথমিক অনুমান, লখনৌয়ের এক বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের টার্গেট করেছিল ধৃত ঐ দুই জঙ্গি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর বিশাল টিম।
আরও পড়ুন: নকল ফোন নম্বর, জাল তথ্য! কুম্ভমেলায় 'ভুয়ো' Covid test-র বিস্ফোরক তথ্য ফাঁস