একলাফে সিলিন্ডার প্রতি ১১.৪২ টাকা বাড়ল এলপিজির দাম

জ্বালানি ডিলারদের লভ্যাংশ বাড়াতে ফের আম জনতার ওপর কোপ দিল কেন্দ্রীয় মন্ত্রক। রান্নার গ্যসের দাম একলাফে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ১১.৪২ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ডিলারদের কমিশন বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Updated By: Oct 6, 2012, 04:39 PM IST

জ্বালানি ডিলারদের লভ্যাংশ বাড়াতে ফের আম জনতার ওপর কোপ দিল কেন্দ্রীয় মন্ত্রক। রান্নার গ্যসের দাম একলাফে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ১১.৪২ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ডিলারদের কমিশন বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
এখন থেকে এলপিজিতে ডিলারদের লভ্যাংশের পরিমান ২৫.৮৩ থেকে বাড়িয়ে ৩৭.২৫ টাকা করা হল। ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের ক্ষেত্রে ৪৪ শতাংশ দাম বৃদ্ধি নিঃসন্দেহেই চাপ বাড়াবে মধ্যবিত্তের পকেটে। এখন থেকে প্রতি সিলিন্ডারের জন্য গ্রাহকদের গুনতে হবে ৪১০টাকা ৪২ পয়সা। যা আগে ছিল ৩৯৯ টাকা। ফলে টান পড়বে বাড়ির বাজেটেও।
পরিবার পিছু রান্নার গ্যাসের সংখ্যা নিয়ন্ত্রিত করার এক সপ্তাহের মধ্যে ফের এলপিজির দাম বাড়ানোর সিন্ধান্তের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দাম বাড়ছে বিনা ভর্তুকির রান্নার গ্যাসেরও। যার জেরে বিনা ভর্তুকির গ্যাসের জন্য সাধারণ মানুষের খরচ হবে ৯২১টাকা ৫০ পয়সা।
পাশাপাশি ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলে দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। এক্ষেত্রেও ডিলারদের কমিশনের অঙ্ক বৃদ্ধিতে প্রতি লিটার পেট্রোলে ২৩ পয়সা ও প্রতি লিটার ডিজেলে ১০ পয়সা মুল্যবৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে।

.