রাফাল বিতর্কে ‘চৌকিদার চোর’ মন্তব্য, রাহুলকে ব্যাখ্যা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
রাফাল চুক্তি নিয়ে নিজের কথা সুপ্রিম কোর্টের মন্তব্য বলে চালিয়ে দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: বিজেপির করা আদালত অবমাননা মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ২২ এপ্রিলের মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে রাহুলকে।
আরও পড়ুন-রাজীব কুমারকে গ্রেফতারের আবেদন সিবিআইয়ের, আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে
কী ভাবে আদালত অবমাননা? রাফাল চুক্তি নিয়ে ওঠা বিতর্কে নিজের করা মন্তব্যকে সুপ্রিম কোর্টের বলে চালিয়ে দেওয়ায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। শুক্রবার ওই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে যান বিজেপি নেত্রী। তিনি বলেন, রাহুল আদালতের বিরুদ্ধে রাহুলের মন্তব্য ফৌজদারি অপরাধের সামিল।
কী বলেছিলেন রাহুল? গত সপ্তাহে রাফালের ‘চুরি যাওয়া’ নথিকে প্রামাণ্য বলে স্বীকৃতি দেয় আদালত। তার পরই বিজেপিকে এক হাত নেন রাহুল গান্ধী। তিনি বলেন, এত দিন দেশ বলছিল চৌকিদার চোর। সুপ্রিম কোর্টও এখন সেই কথাই বলছে। প্রমাণ হয়ে গেল চৌকিদারই চোর।
The petitioner, BJP's Meenakshi Lekhi, has claimed in her petition 'the words used and attributed by him to SC in the Rafale case has been made to appear something else. He is replacing his personal statement as Supreme Court's order and trying to create prejudice'. https://t.co/51eoZaeWio
— ANI (@ANI) April 15, 2019
আরও পড়ুন-জয়াপ্রদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, আজম খানকে কড়া নোটিস মহিলা কমিশনের
সোমবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্ব তিন সদস্যের বেঞ্চে। আজ বেঞ্চের পক্ষ থেকে মন্তব্য করা হয়, একটা কথা স্পষ্ট করে দিতে চাই রাহুল গান্ধী মিডিয়া ও জনসভায় আদালতের নামে যে কথা বলেছেন তা ঠিক নয়। আদালত এই ধরনের কোনও মন্তব্য করেনি।