Narendra Modi | Lok Sabha Election Results 2024: 'তৃতীয় মোদী সরকারের আমলে দেশ বড়সড় সিদ্ধান্তের সাক্ষী থাকবে'

এদিন দিল্লিতে বিজেপি সফর দফতরে বিজয়োৎসবে যোগ দেন মোদী। বলেন,'দেশবাসী বিজেপির উপর, এনডিএ-র উপর আস্থা রেখেছেন। এই জয় পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের জয়। বিকশিত ভারতের জয়। ১৪০ কোটি ভারতীয়ের জয়'।

Updated By: Jun 4, 2024, 10:40 PM IST
Narendra Modi | Lok Sabha Election Results 2024: 'তৃতীয় মোদী সরকারের আমলে দেশ বড়সড় সিদ্ধান্তের সাক্ষী থাকবে'

রাজীব চক্রবর্তী: ফের দিল্লির মসনদে NDA।  'তৃতীয় মোদী সরকারের আমলে দেশ বড়সড় সিদ্ধান্তের সাক্ষী থাকবে', ভোটের ফলপ্রকাশের পর 'গ্যারান্টি' দিলেন স্বয়ং নরেন্দ্র মোদীই। 'জয় শ্রী রাম' নয়, তাঁর মুখে এবার শোনা গেল 'জয় জগন্নাথ' ধ্বনি!

আরও পড়ুন:  Rahul Gandhi | Lok Sabha Election Results 2024: দুশো পার I.N.D.I.A-র! 'সংবিধান বাঁচানোর লড়াই করেছে কংগ্রেস', বললেন রাহুল...

২০১৪, ২০১৯-র এবার ২০২৪। লোকসভা ভোটে টানা তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেল NDA। তবে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠা পায়নি। সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি বিজেপিকে সরকার গঠনের জন্য ডাকবেন? তা নিয়ে জল্পনা তু্ঙ্গে রাজনৈতিক মহলে। 

এদিন দিল্লিতে বিজেপি সফর দফতরে বিজয়োৎসবে যোগ দেন মোদী। বলেন,'দেশবাসী বিজেপির উপর, এনডিএ-র উপর আস্থা রেখেছেন। এই জয় পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের জয়। বিকশিত ভারতের জয়। ১৪০ কোটি ভারতীয়ের জয়'। তাঁর কথায়, '১৯৬২ সালের পর এই প্রথমবার কোনও সরকার দুটি মেয়াদ শেষ করার পর ক্ষমতায় ফিরল। রাজ্যগুলিতে যেখানে বিধানসভা ভোট হয়েছে, সেখানেও  NDA জিতেছে। অরুণাচল প্রদেশ হোক, অরুণাচল প্রদেশ হোক ওড়িশা হোক কিংবা সিকিম। কংগ্রেস সাফ হয়ে গিয়েছে।  হয়তো জমানতও বাঁচাতে পারবে না'।

চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমারের মতো NDA-র শরিক দলের নেতাদের প্রশংসা করেন মোদী। বলেন, 'বিজেপি ওড়িশায় সরকার গড়তে চলেছে। প্রথমবার প্রভু জগন্নাথের ভূমিতে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। বিজেপি কেরলেও আসন জিতেছে। তেলেঙ্গানায় আমাদের আসন দ্বিগুণ হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচলের মতো রাজ্যে আমাদের দল কার্যত সব আসনেই জিতেছে। প্রদেশের চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে NDA দারুণ ফল করেছে। বিহারেও নীতীশবাবুর নেতৃত্বে NDA ভালো ফল করেছে'।

আরও পড়ুন:  Zee AI Exit Poll: কার ঝুলিতে কত আসন? মিলে গেল জি নিউজের জিনিয়ার এক্সিট পোল!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.