Lockdown 4.0 : উড়বে না বিমান, বন্ধ স্কুল, সবিস্তারে জেনে নিন মিলবে না কী কী পরিষেবা
কোন কোন পরিষেবা সচল থাকবে না তার লম্বা তালিকা দিল স্বরাষ্ট্র মন্ত্রক
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ। এনিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়াল কেন্দ্র। অর্থাত্ আগামী ১৪ দিন ঘরেই থাকতে হচ্ছে দেশের অধিকাংশ মানুষকে। তবে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন লকডাউন ৪.০ এর নিয়মকানুন হবে একেবারেই আলাদা। এনিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখানে কিছু কর্মকাণ্ড আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-রাস্তা-ঘাটে জীবাণুনাশক ছড়ালেও মরবে না করোনা, উল্টে ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!
Ministry of Home Affairs (MHA) issues guidelines on measures to be taken by Ministries/Departments of Government of India, State Governments/UT Governments & State/UT authorities for containment of COVID19. #LockDown4 will remain in effect till 31st May 2020. pic.twitter.com/10WnwnWfte
— ANI (@ANI) May 17, 2020
কোন ধরনের কার্যকলাপ বন্ধ থাকবে
# আন্তর্জাতিক ও অন্তঃদেশিয় উড়ান বন্ধ থাকবে। তবে মেডিক্যাল সার্ভিস, এয়ার অ্যাম্বুল্যান্স, নিরাপত্তা সংস্থার উড়ান চালু থাকবে। সব বিমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মতো উড়বে।
# বন্ধ থাকছে মেট্রো সার্ভিস
# বাস চলাচলের বিষয়টি রাজ্যের ওপরেই ছাড়া হয়েছে।
# স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনলাইনেই পড়াশোনা চলবে।
আরও পড়ুন-আজ শেষ লকডাউন ৩.০, তার আগেই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র-তামিলনাড়ু
# হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে যাঁরা, সরকারি কর্মী, পুলিস, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি, স্বাস্থ্যকর্মীদের খাবার সরবারহ করছে তারা খোলা রাখতে পারবে। রেস্টুরেন্টগুলি হোম ডেলিভারির জন্যে কিচেন চালাতে পারবে।
# সব সিনেমা হল, জিম, শপিং মল, সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক, বার, অডিটোরিয়াম বন্ধ থাকবে।
# সব ধরনের ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক জমায়েত, বন্ধ থাকবে।