27 September 2021, 23:00 PM
ভারত বনধের জেরে ব্যাহত হল কমপক্ষে ৫০টি ট্রেনের চলাচল। টানা দশ ঘণ্টা পর ফের চালু হল পরিষেবা। উত্তরভারতে বনধের প্রভাব পড়ল সবচেয়ে বেশি।
কৃষি আইনের বিরোধিতায় কৃষক বিক্ষোভ মেটাতে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে কথা বলতে হবে, দাবি কংগ্রেসের। কৃষকদের সমস্যা সমাধানের পরিবর্তে তাদের দেশের শত্রু হিসেবে দেখানোর চেষ্টা করছে সরকার। এমনটাই অভিযোগ আনল কংগ্রেস।
Punjab: Protesters agitating against the three farm laws sit on railway tracks at Devidaspura village in Amritsar, in support of Bharat Bandh called by farmer organisations today. pic.twitter.com/u8jHzKeW82
— ANI (@ANI) September 27, 2021
কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন কৃষকদের রুটি আজ বাজারের বস্তু হয়ে যাচ্ছে। তা আটকাতেই এই বনধ। এই সমস্যার সমাধান হবে একমাত্র আলোচনার মাধ্যমে। এর জন্য সরকারকে নমনীয় হতে হবে।
কৃষক বনধে আটকে যায় দিল্লি, আম্বালা ও ফিরোজপুরের ২০টি জায়গা। আটকে যায় ২৫টি ট্রেন।
ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রসিডেন্ট ভানুপ্রতাপ সিং বনধ নিয়ে নিশানা করেন রাকেশ টিকায়েতকে। তিনি বলেন, কৃষকরা তালিবানের রাস্তায় চলছে।
27 September 2021, 10:45 AM
কৃষি আইন বাতিলের দাবিতে সোমবার গোটা দেশব্যাপী বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা (Samyukta Kisan Morcha)। তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে সিপিআইএম। সোমবার সকালে লেকটাউন যশোর রোড ক্রসিংঅবরোধ করে বাম কর্মীরা।
যাদবপুর 8বি মোড়ে জড়ো হন বনধের সমর্থকারীরা। বেঞ্চ পেতে রাস্তায় বসে পড়েন। পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল।
প্রেসিডেন্সি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বনধ পালন করেন আন্দোলনকারীরা।
কৃষি আইনের বিরোধিতায় Presidency র সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বামেদের#Farmers #BharatBand #NewZeeDigital pic.twitter.com/wk4OXh7GcV
— zee24ghanta (@Zee24Ghanta) September 27, 2021
কোথাও কোথাও রাস্তায় ফুটবল খেলতে শুরু করেন বিক্ষোভকারীরা। শিয়ালদহ রুটে রেল অবরোধও করা হয়। ট্রেনের গায়ে উঠে পড়েন সিপিএম সমর্থকরা।
27 September 2021, 10:00 AM
দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানা বন্ধ করেছে বনধ সমর্থনকারীরা। অমৃতসরে ভোর ৫টা থেকে পথে আন্দোলনকারীরা। সতর্ক প্রশাসন। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে প্রস্তুত পুলিস।
Amritsar, Punjab | At all locations where farmers are protesting, forces have been deployed since 5 am. Farmers' protests are peaceful, so forces have also been told to not behave untowardly with them and bring to my notice if something happens: Inspector Sanjeev Kumar pic.twitter.com/0J3h1VEuId
— ANI (@ANI) September 27, 2021
অন্ধ্রপ্রদেশে Bharat Bandh পালন করছে বাম দলগুলো। কেরলেও একই ছবি। তিরুবন্তপুরমে একসঙ্গে বনধ পালন করছে শাসক এলডিএফ এবং বিরোধী ইউডিএফ
Karnataka: Various organizations protest outside Kalaburagi Central bus station as farmer organisatons call for Bharat Bandh today against 3 farm laws
"Many organizations are supporting our farmers and participating in the nation-wide call for bandh," says protester K Neela pic.twitter.com/QQMyZUcqKH
— ANI (@ANI) September 27, 2021
Kerala: Roads wear deserted look; shops are closed in Thiruvananthapuram. Trade unions affiliated to LDF & UDF support the call for Bharat Bandh today against the three farm laws.
Visuals from Thampanoor and East Fort areas pic.twitter.com/uQ37xJPdcX
— ANI (@ANI) September 27, 2021
27 September 2021, 09:45 AM
কৃষি আইনের বিরোধিতায় পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের বিক্ষোভ। হরিয়ানার কুরুক্ষেত্রের শাহাবাদে দিল্লি-অমৃতসর জাতীয় সড়ক অবরোধ। গাজিপুর সীমানাতেও একই ছবি। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানান, "ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্তদের কোনও অসুবিধা করা হচ্চে না। আমরা কেবল দোকানদাদের কাছে একটা বার্তা পৌঁছতে চাই যে, বিকেল ৪টে পর্যন্ত দোকান বন্ধ রাখুন।"
Farmers protest at Ghazipur border continue as farmer organisations call a “Bharat Bandh” today against the three farm laws.
The traffic movement has been closed from Uttar Pradesh towards Ghazipur due to protest. pic.twitter.com/Tvobcyz9FD
— ANI UP (@ANINewsUP) September 27, 2021