দুর্নীতি মুক্ত সরকার চালাতে দেড় কোটির দিল্লিকে এক হওয়ার ডাক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

In an e-mail to Kejriwal, Anna says he couldn`t come for the swearing-in because of his ill-health. 10:10 am: Anna Hazare extends best wishes to Arvind Kejriwal ahead of his swearing-in as Delhi CM.

Updated By: Dec 28, 2013, 12:42 PM IST

১২টা ৪৫: আজই দিল্লির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক।

১২টা ৪২: কেজরিওয়াল যে প্রত্যাশা নিয়েছেন, তা পূরণ করুন। আপ সরকারকে সুভেচ্ছা বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের।

১২টা ৪০: কেজরিওয়াল ভাল ভাবে কাজ করবেন। আশা আন্না হাজারের।

কেজরিওয়াল LIVE:
# দিল্লিবাসীকে শপথ বাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী: আমি শপথ নিচ্ছি, আমি জীবনে কখনও ঘুষ নেব না, দেবও না।
# বন্ধুরা শপথ নিন ঘুষ দেবেন না। কেউ ঘুষ চাইলে তাঁকে না বলবেন না। একটা ফোন নম্বরে ফোন করবেন। আমি তাঁদের গ্রেফতার করাবো।
# আগামী পাঁচ বছরে দেশ সোনার পাখি হবে।
# দিল্লিতে আম আদমির জয় দেশের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটয়েছে।
# দেশের কাজের জন্য কংগ্রেস, বিজেপি সহ সব দলকে এগিয়ে আসার ডাক কেজরিওয়াল।
# বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষ বর্ধন ভাল মানুষ।
# আমরা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়ক হতে আসিনি। আমাদের সেবা করতে হবে। এটা যেন কেউ ভুলে না যান।
# দিল্লির সরকারি আধিকারিকদেরও জানতে হবে। সবাই এক হলে এই দেশ দুর্নীতি মুক্ত হবে।
# এক বছরের লড়াইয়ে আমাদের সঙ্গী সন্তোষ কোলি প্রাণ হারিয়েছেন। আজ তিনি খুশি হবেন। দিল্লির জনতা তাঁকে ভোলেননি।
# আড়াই বছর আগে আমরা আন্নার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লোড়াই শুরু করেছিলাম। কিন্তু অনশন করে কিছুই পাইনি। আই দুর্নীতির দুর্গন্ধ দূর করতে হলে রাজনীতি করেই তা করতে হবে।
# দের কোটি মিলে এখন দিল্লির সরকার চালাবে।
# আমাদের কাছে সমস্ত সমস্যার সমাধান নেই। আমাদের কাছে কোনও যাদু কাঠি নেই। কিন্তু দিল্লি এক হয়ে গেলে সব সমস্য মিটবে।
# আজ থেকে দু'বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না, এমন দুর্নীতি মুক্ত সরকার আমরা গড়তে পাড়ব।
# দিল্লি মানুষ প্রমাণ করেছে স্বচ্ছতার সঙ্গে নির্বাচনে জয়ী হওয়া যায়।

১২টা ০২: দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিওয়াল। লেফটেনন্ট গভর্নর নাজীব জঙ্গ কেজরিওয়ালকে শপথ বাক্য পাঠ করান।

১১টা ৪০: শপথ গ্রহণের পর রামলীলা ময়দানে উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে ভাষণ দেবেন কেজরিয়াল।

১১টা ২০: রামলীলায় ৪০ হাজার জনতার ভিড়।

১১টা ১০: রামলীলায় ঐতিহাসিক ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান কেজরিওয়ালের। শাজিয়া ইমি: "আন্না এখানে থাকলে ভাল লাগত। কিন্তু কেজরিওয়ালের কথায়, আন্না আমাদের মনে রয়েছেন।"

১১ টা: আপ সরকার ভাল কাজ করলে সমর্থন করবে বিরোধী কংগ্রেসেও। জানালেন দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি।

১০টা ৫০: ভাবি মন্ত্রীদের নিয়ে দিল্লির কৌশাম্বী মেট্রো স্টেশনে পৌঁছলেন অরবিন্দ কেজরিওয়াল।

১০টা ৪৫: ''এটা দুর্নীতি বিরুদ্ধে লড়াই। শপথ গ্রহণের পরই ব্যবস্থা নেওয়া শুরু হবে।'' শপথ গ্রহণ অনুষ্ঠানে রওনা হয়ে জানালেন কেজরিওয়াল। আশীর্বাদ চাইলেন আন্না হাজারের। তিনি আরও বলেন, "এটা একটা ঐতিহাসিক দিন। এটা সাধারণ মানুষের জয়।"

১০টা ৩০: কৌশাম্বীর বাড়ি থেকে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন অরবিন্দ কেজরীওয়াল।

১০টা ১৫: স্বাস্থ্য খারাপ থাকায় কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারছেন না সমাজকর্মী আন্না হাজারে। ই-মেলে কেজরিওয়ালকে জানালেন আন্না। দিল্লি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আগে কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আন্না।

১০টা ০৫: একদিন আম আদমি লাল কেল্লায় পতাকা তুলবে। বললেন কুমার বিশ্বাস। আমি রাহুল গান্ধীকে হারাতে পারব না। তাঁকে পরাজীত করবে আমেঠির মানুষ। মন্তব্যে বিশ্বাসের।

৯টা ৫০: কেজরিওয়ালের সাফল্যে খুশি তাঁর বোন। 'তিনি সফল হবেনই', দাবি বোন সঞ্জনা কেজরিওয়ালের।

৯টা ৩০: আজ দিল্লি যে সরকার পেতে চলেছে, তাতে তাঁদের স্বপ্ন পূরণ হবে। দাবি মনিশ সিশোডিয়ার।

৯টা: দিল্লি পুলিস মনে করছে, ৫০ হাজার মানুষ আসতে পারে কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সকাল থেকেই ভিড় জমা হয়ে শুরু করছে দিল্লির রামলীলা ময়দানে।

৮টা ৪৮: অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আজ মনিশ সিশোডিয়া, রাখী বিড়লা, সৌরভ ভরদ্বাজ, সোময়াথ ভারতী, সত্যেন্দ্র জৈন, গিরীশ সোনিরাও আজ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।

.