নতুন নোটে দেবনাগরী কেন? মামলা আদালতে

নতুন নোট নিয়ে এবার নতুন ঝামেলা! সবে মাত্র বাজারে এসেছে পাঁচশো আর ২০০০ টাকার নোট। আর এর মধ্যেই সেই নোটে দেবনাগরী অক্ষর (সংখ্যা)-এর ব্যবহার সংবিধান বিরোধী বলে আদালতে মামলা করলেন সিপিআই নেতা বিনয় বিশ্বম।

Updated By: Nov 20, 2016, 01:58 PM IST
নতুন নোটে দেবনাগরী কেন? মামলা আদালতে

ওয়েব ডেস্ক: নতুন নোট নিয়ে এবার নতুন ঝামেলা! সবে মাত্র বাজারে এসেছে পাঁচশো আর ২০০০ টাকার নোট। আর এর মধ্যেই সেই নোটে দেবনাগরী অক্ষর (সংখ্যা)-এর ব্যবহার সংবিধান বিরোধী বলে আদালতে মামলা করলেন সিপিআই নেতা বিনয় বিশ্বম।

এই কমিউনিস্ট নেতার দাবি, ভারতীয় নোটে দেবনাগরীকে স্থান দেওয়া সংবিধানের ৩৪৩(১) ধারার পরিপন্থী। তাঁর মতে, সংবিধানে স্পষ্ট করে বলা রয়েছে যে, সবসময়ই সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতীক নিয়ম মেনে চলতে হবে। কিন্তু নতুন নোটে দেবনাগরী সংখ্যায় টাকার অঙ্কটি লেখা রয়েছে। যদিও আন্তর্জাতীক পদ্ধতি অনুসারেও সংখ্যা ব্যবহার করা হয়েছে তার সঙ্গে।

আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে কাল থেকে আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ

বিনয় বিশ্বম মনে করছেন আগামী ২৫শে নভেম্বর মহামান্য আদালত তাঁর আর্জি বিচার করে দেখবেন। উল্লেখ্য, ৩৪৩ ধারা অনুসারে সরকারি ভাষা পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট আইন প্রণয়ন প্রয়োজন।

আরও পড়ুন- সংসদে এমন ঘটনা নজিরবিহীন!

.