রাষ্ট্রপতি নির্বাচনে সহমতের ভিত্তিতে প্রার্থী চায় বামেরা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগের অবস্থানই বজায় রাখল বামেরা। সব রাজনৈতিক দলের সহমতের ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার পক্ষপাতী তাঁরা। বুধবার দিল্লিতে বৈঠকের পর বামদলগুলির তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

Updated By: May 23, 2012, 02:51 PM IST

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগের অবস্থানই বজায় রাখল বামেরা। সব রাজনৈতিক দলের সহমতের ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার পক্ষপাতী তাঁরা। বুধবার
দিল্লিতে বৈঠকের পর বামদলগুলির তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সেইসঙ্গে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হলে বামদলগুলির তরফে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা বিলের সংশোধনের দাবিতে জুলাই মাসে দেশ জুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বামেরা।
আপাতত রাষ্ট্রপতি নির্বাচনে কোনও প্রার্থীকেই সমর্থনের ঘোষণা করছে না বামেরা। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কয়েকটি ইস্যুতে বৈঠকে বসেন চার বাম
দলের প্রতিনিধিরা। বৈঠকে কোনও প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়নি বলে জানান ফরওয়ার্ড ব্লক নেতা  দেবব্রত বিশ্বাস। তবে বামেরা সব রাজনৈতিক দলের সহমতের
ভিত্তিতে প্রার্থী ঠিক করার পক্ষপাতী বলে জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্থির করতে দিল্লিতে বৈঠকে বসেন চার বাম দলের নেতারা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য সমমনোভাবাপন্ন ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গেও বাম নেতারা আলোচনা করবেন। 
রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে কংগ্রেসের আর বেশি দেরী করা উচিত নয় বলে গতকালই মত প্রকাশ করেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। তাঁর মতে এ নিয়ে যত দেরী হবে, ততই প্রার্থী নিয়ে জল্পনা বাড়বে। রাষ্ট্রপতি পদে বামেদের সমর্থন চেয়ে গতকালই সিপিআইএম রাজ্য সম্পাদক প্রকাশ কারাটের সঙ্গে দেখা করেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি(এনসিপি)-র নেতা পূর্ণ অ্যাজিটট সাংমা। নিজের দল এনসিপি`র সভাপতি শরদ পাওয়ারের সমর্থন না পেলেও ইতিমধ্যেই এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়েকের সমর্থন পেয়েছেন সাংমা। এনডিএ শিবিরের তরফেও তাঁকে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও বাম দলগুলি সাংমাকে সমর্থন করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, লোকসভার বর্তমান স্পিকার মীরা কুমারের নাম প্রস্তাব করে জল্পনা আরও বাড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও  প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামও প্রস্তাব করেছেন তৃণমূল নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি আজ বামেদের বৈঠকে, আরও কার্যকর খাদ্য নিরাপত্তা আইন ও গণবণ্টন ব্যবস্থা গড়ে তোলার দাবিতে দেশজুড়ে প্রচার চালানো সিদ্ধান্ত নিয়েও আলোচনা হবে।

.