Rahul Gandhi at Cambridge University: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল যে বিষয়ে কথা বলবেন, তা শুনতে অনেকেই আগ্রহী...

Rahul Gandhi Speech at Cambridge University: চলতি মাসের শেষ সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোনা গিয়েছে, সেই সফরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেবেন। এ বিষয়ে ট্যুইটও করেছেন স্বয়ং রাহুল গান্ধীই। জানা গিয়েছে, ভারত-চিন সম্পর্ক এবং গণতন্ত্রের উপর বক্তৃতা করতেই এবার কেমব্রিজে যাচ্ছেন রাহুল গান্ধী।

Updated By: Feb 16, 2023, 08:25 PM IST
Rahul Gandhi at Cambridge University: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল যে বিষয়ে কথা বলবেন, তা শুনতে অনেকেই আগ্রহী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মাসের শেষ সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোনা গিয়েছে, সেই সফরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেবেন। এ বিষয়ে ট্যুইটও করেছেন স্বয়ং রাহুল গান্ধীই। জানা গিয়েছে, ভারত-চিন সম্পর্ক এবং গণতন্ত্রের উপর বক্তৃতা করতেই এবার কেমব্রিজে যাচ্ছেন রাহুল গান্ধী। কেমব্রিজের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধীকে। আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক আলোচনাসভায় অংশ নিতেই যাচ্ছেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এই আলোচনাসভা।

আরও পড়ুন; ITBP Troops for China Border: চিন আক্রমণ করবে নাকি ভারত? সীমান্তে হঠাৎ হাজার হাজার জওয়ান মোতায়েন কেন্দ্রের...

ট্যুইটে রাহুল লিখেছেন, তিনি তাঁর নিজের শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা করতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। কেমব্রিজকে 'আলমা মাটার' উল্লেখ করে ট্যুইটে তিনি লিখেছেন--  'হ্যাপি টু এনগেজ উইথ সাম অফ দ্য ব্রাইটেস্ট মাইন্ডস ইন ভেরিয়াস ডোমেইনস, ইনক্লুডিং জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, বিগ ডেটা অ্যান্ড ডেমোক্রেসি।'  

আরও পড়ুন; Tripura Elections 2023: ত্রিপুরা জিততে 'নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার' দাবি মানিকের, 'রেকর্ড হারে ভোটে'-র আর্জি মোদীর

জানা গিয়েছে, আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি রাহুল গান্ধী ছত্তীশগঢ়ের রায়পুরে কংগ্রেসে ৮৫তম প্লেনারি সেশনে অংশ নেবেন। এই বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কী রণনীতি দল অনুসরণ করে চলবে তার দিশা ঠিক হবে। পাশাপাশি দলের কিছু কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়েও আলোচনা হবে।   

ভারত-চিন সম্পর্ক এবং গণতন্ত্রের উপর বক্তৃতা করতেই এবার কেমব্রিজে যাচ্ছেন রাহুল গান্ধী। ওয়াকিবহাল মহল বলছেন, যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন রাহুল গান্ধী সেই বিষয়টির এই মুহূর্তে প্রাসঙ্গিকতা অনেকটাই বেড়ে গিয়েছে। ভারত-চিন নানা বিষয়ে চাপা উত্তেজনার আবহ চলছে। সদ্য চিন সীমান্ত আরও সুরক্ষিত করতে ভারতে সেখানে বেশ কয়েক হাজার জওয়ান নিয়োগ করেছে। তা ছাড়া, এমনিতেও দুটি শক্তিশালী প্রতিবেশী দেশের মধ্যে নানা বিষয় নিয়ে ঠান্ডা লড়াই লেগেই থাকে। ফলে, রাহুল বিষয়টিকে ঠিক কী ভাবে দেখেন, তা জানতে অনেকেই আগ্রহী। তিনি কি এই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করবেন, কেন্দ্রকে পরামর্শ দেবেন, নাকি এই ইস্যুটা সযত্নে এড়িয়ে যাবেন? 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.