আগামিকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের আগের শেষ সংসদ অধিবেশন

কাল থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। শুধু তাই নয়, ইউপিএ ক্ষমতায় এলেও তিনি আর প্রধানমন্ত্রী হবেন না বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। ফলে এবারের অধিবেশনের আলাদা তাত্পর্য রয়েছে কংগ্রেস তথা মনমোহন সিংয়ের কাছে। অধিবেশনে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করাতে চাইছে ইউপিএ।

Updated By: Feb 4, 2014, 07:28 PM IST

কাল থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ অধিবেশন। শুধু তাই নয়, ইউপিএ ক্ষমতায় এলেও তিনি আর প্রধানমন্ত্রী হবেন না বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। ফলে এবারের অধিবেশনের আলাদা তাত্পর্য রয়েছে কংগ্রেস তথা মনমোহন সিংয়ের কাছে। অধিবেশনে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করাতে চাইছে ইউপিএ।

প্রধানমন্ত্রী নিজেও আশাবাদী এই অধিবেশনে দুর্নীতি দমন বিল, সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ বিল, তেলেঙ্গানা বিল পাস করানো সম্ভব হবে। বিলগুলি পাস করাতে পারলে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করবে কংগ্রেস। এইসব বিল পাস করাতে গেলে বিজেপিকে পাশে পাওয়া কংগ্রেসের একান্ত দরকার। শীতকালীন অধিবেশনের প্রথমার্ধে বিরোধীদের হইহট্টগোলে আটকে গিয়েছিল একাধিক বিল। ফলে বিল পাস নিয়ে অনিশ্চয়তা এবারেও থাকছে।

.