অনশনে বসলেন ল্যান্সনায়েক যজ্ঞ প্রতাপ সিং
পরপর ভিডিও প্রকাশে রীতিমতো বিতর্ক। এ অবস্থায় স্মার্ট ফোনে নিষেধাজ্ঞায় কড়াকড়ি বাড়াচ্ছে সেনা বাহিনী। দাবি অভিযোগ তুলতে চাপে দাওয়া হচ্ছে। প্রতিবাদে অনশনে বসলেন ল্যান্সনায়েক যজ্ঞ প্রতাপ সিং।
ওয়েব ডেস্ক: পরপর ভিডিও প্রকাশে রীতিমতো বিতর্ক। এ অবস্থায় স্মার্ট ফোনে নিষেধাজ্ঞায় কড়াকড়ি বাড়াচ্ছে সেনা বাহিনী। দাবি অভিযোগ তুলতে চাপে দাওয়া হচ্ছে। প্রতিবাদে অনশনে বসলেন ল্যান্সনায়েক যজ্ঞ প্রতাপ সিং।
হঠাত্ই অভিযোগ ভিডিওর বন্যা। তা নিয়ে তদন্তও শুরু হয়েছে সেনা বাহিনীতে। তার মধ্যেই পাল্টা ভিডিয়ো প্রকাশ করলেন এক অবসরপ্রাপ্ত সেনা । তাঁর দাবি, সেনায় সব কাজের জন্য আলাদা-আলাদা করে লোক নিয়োগ হয়। ফলে নিচু তলার বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন। ((ফৌজ হোয়াটস অ্যাপ, ফেসবুক, টিভিতে চলে না। যাঁরা ভিডিও পোস্ট করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এতে সেনার মনোবলে ফারাক পড়বে।))
আরও পড়ুন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার
এই পরিস্থিতিতে কড়া হচ্ছে সেনা বাহিনীও। অন ডিউটি স্মার্ট ফোন ব্যবহার এতদিন নিষিদ্ধ ছিল বাহিনীতে। সেই কড়াকড়ি আরও বাড়ানো হচ্ছে বলে খবর সেনা সূত্রে। আধা সেনা, BSF-এর ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভিডিও আপলোড করতে হবে।
স্যোশাল মিডিয়ায় অফিসাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সেনার ল্যান্স নায়েক যজ্ঞপ্রতাপ সিং। দাবি, তাঁকে অভিযোগ তুলে নিয়ে চাপ দেওয়া হচ্ছে। প্রতিবাদে অনশনে বসেছেন যজ্ঞপ্রতাপ। BSF জওয়ান তেজ বাহাদুর যাদবের অভিযোগ ভিত্তিহীন বলে PMO-কে রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এতে খুশি নয় জওয়ানের পরিবার। CBI তদন্তে চেয়েছেন তাঁরা। পরিস্থিতি ঘোরাল হচ্ছে। পাল্টা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই এখন এই প্রবণতা রুখতে চাইছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন চার মাসের জন্য বন্ধ হচ্ছে সাউথ সিটি মল