'সেকুলার' রাম মন্দির নির্মাণ করতে চান লালুপুত্র তেজপ্রতাপ

রাম মন্দির নির্মাণ এবার আরজেডি নেতার মুখে। 

Updated By: Mar 11, 2018, 11:27 AM IST
'সেকুলার' রাম মন্দির নির্মাণ করতে চান লালুপুত্র তেজপ্রতাপ
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে ঠেকাতে এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি তুলে দিলেন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজপ্রতাপ। তাঁর প্রতিশ্রুতি, ২০২০ সালে আরজেডি ক্ষমতায় এলে অযোধ্যা ইট নিয়ে রাম মন্দির নির্মাণ করবে আরজেডি। 

বিহারের নালন্দায় একটি অনুষ্ঠানে তেজপ্রতাপ বলেন,''অযোধ্যায় গিয়ে ইট রাখবেন হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্ট্রান, অনগ্রসর শ্রেণির মানুষ এবং দলিতরা। আমরা মন্দির নির্মাণ করব। মন্দির নির্মাণ হয়ে গেলেই বিজেপি-আরএসএস খতম হয়ে যাবে।''   

তেজপ্রতাপের যুক্তি, রাম মন্দির ছাড়া আর কোনও ইস্যু নেই আরএসএস-বিজেপির। সেই ইস্যুই না থাকলে ওদের কেউ ভোট দেবে না। 

তেজপ্রতাপের এই বক্তব্য নিয়েই শুরু হয় রাজনৈতিক জল্পনা। নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে আরজেডি। সেই দলের নেতার মুখেই বিজেপির সুর শুনে অনেকেই স্তম্ভিত। মুখ বাঁচাতে পরে আরজেডির সাফাই, ধর্মনিরপেক্ষতার জন্যই মন্দির নির্মাণের কথা বলেছেন তেজপ্রতাপ। ওই মন্দিরেই সকলেই প্রার্থনা করতে পারবেন। মন্দির তৈরি হলেই বিজেপির মুখোশ খুলে যাবে বিজেপির। 

তেজপ্রতাপের বক্তব্যকে শিশুসুলভ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন লালুপ্রসাদ। এখন তাঁর ছেলে বলছেন মন্দির নির্মাণের কথা।

.