প্যারোলে মুক্তির পরও 'মুক্ত' নন লালু, মানতে হবে একাধিক শর্ত

লালুপ্রসাদ যাদবের ঘোরাফেরা উপরে শর্ত আরোপ জেল কর্তৃপক্ষের। 

Updated By: May 10, 2018, 06:18 PM IST
প্যারোলে মুক্তির পরও 'মুক্ত' নন লালু, মানতে হবে একাধিক শর্ত

নিজস্ব প্রতিবেদন: ছেলের বিয়ে উপলক্ষে তিনদিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন লালুপ্রসাদ যাদব। তবে বেশ কিছু শর্ত মানতে হবে আরজেডি সুপ্রিমোকে। এই সময় কালের মধ্যে সংবাদমাধ্যমে কথা বলতে পারবেন না তিনি। 

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগাপ্রসাদ রাইয়ের নাতনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। ১২ মে পটনায় বিবাহ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদব। সেই আবেদন মঞ্জুর করেছেন রাঁচির জেল ইনস্পেক্টর জেনারেল হর্ষ মঙ্গলা। এদিন তিনি জানিয়েছেন, আরজেডি প্রধানকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তবে কয়েকটি শর্ত মানতে হবে তাঁকে। 

সূত্রের খবর, সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারবেন না লালুপ্রসাদ যাদব। তাঁর চলাফেরার ভিডিও রেকর্ডিং করা হবে। বিহার ও ঝাড়খণ্ড পুলিসের যৌথ নিরাপত্তায় থাকতে হবে লালুকে। ডিএসপি স্তরের চারজন পুলিস আধিকারিক থাকছেন লালুর নিরাপত্তার দায়িত্বে। এর পাশাপাশি লালুপ্রসাদের সান্নিধ্যে আসতে পারবেন না কোনও রাজনৈতিক কর্মী ও সংবাদিকরা।

আরও পড়ুন- কর্ণাটকে ১৩০টিরও বেশি আসন পাবে বিজেপি: অমিত শাহ

.