লখভিকে জেল থেকে মুক্তি কেন? পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল দিল্লি
মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লখভিকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। লস্কর নেতাকে আটকে রাখা বেআইনি বলেও রায় দিয়েছে পাক আদালত। গোটা ঘটনায় ভারত-পাক সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।
ওয়েব ডেস্ক: মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লখভিকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। লস্কর নেতাকে আটকে রাখা বেআইনি বলেও রায় দিয়েছে পাক আদালত। গোটা ঘটনায় ভারত-পাক সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।
২০১৪ ডিসেম্বর মাসেও ইসলামাবাদের আদালতে জামিন পেয়েছিল লখভি। দিল্লির চাপে পাক সরকার তাকে ফের জেলে পাঠাতে উদ্যোগ নেয়। নতুন একটি মামলায় লখভিকে গ্রেফতার করে পুলিস। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে মুম্বই হামলার মূল চক্রী জাকিউর রহমান লাখভিকে অবিলম্বে জেল থেকে ছাড়ার নির্দেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আর এই নির্দেশকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে, লখভি যাতে জেলের বাইরে না আসতে পারে, সেজন্য আইনি ব্যবস্থা নেওয়ার দায় পাক সরকারের। পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে ডেকে পাঠিয়ে এব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি।
২০০৯ সাল থেকে পাক জেলে বন্দি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার শীর্ষ কম্যান্ডার লখভি। মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগে যে সাতজনের বিরুদ্ধে বিচার চলছে পাকিস্তানে, তাদের মধ্যে অন্যতম লখভি। জামাত উদ দাওয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান হাফিজ সইদেরও খুব ঘনিষ্ঠ লখভি।