পরিকল্পনা করেই গালওয়ানে সংঘর্ষ বাধিয়েছে বেজিং, চিনা বিদেশ মন্ত্রীকে সাফ বললেন জয়শঙ্কর

৬ জুন কামান্ডার পর্যায়ের বৈঠকের পরও এই সংঘর্ষে কেন! চিনকে প্রশ্ন ভারতীয় বিদেশ মন্ত্রীর......

Updated By: Jun 17, 2020, 06:27 PM IST
পরিকল্পনা করেই গালওয়ানে সংঘর্ষ বাধিয়েছে বেজিং, চিনা  বিদেশ মন্ত্রীকে সাফ বললেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদন: সোমবার পূর্ব লাদাখের গালওয়ানে ২০ ভারতীয় সেনার মৃত্যু নিয়ে চিনের ওপরে চাপ বাড়াচ্ছে দিল্লি। আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মিটিয়ে নেওয়া হবে ঠিক হওয়ার পরও কীভাবে এরকম এক মারাত্মক ঘটনা চিন ঘটাল তা নিয়ে আঙুল উঠছে চিনের দিকে। এনিয়ে চিনকে দিকে নিশানা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন-'আমাদের জমিতে চিন ঢুকলো কীভাবে; এখনও কতজন জওয়ান নিখোঁজ! স্পষ্ট করে বলুন প্রধানমন্ত্রী'

উল্লেখ্য, ভারতে সেনাবাহিনীর একাধিক কমান্ড রয়েছে। চিনের ক্ষেত্রে তা একটাই-সেন্ট্রাল কমান্ড। অর্থাত্ তাদের সবুজ সংকেতেই ওই ঘটনা ঘটছে বলে করছে কোনও কোনও মহল। এদিকে, চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সাফ দাবি করেছেন, গালওয়ান উপত্যকার পুরোটাই চিনের। ভারতীয় সেনা সীমান্ত প্রটোকল ভেঙেছে। দুদেশের সেনার উচ্চপর্যায়ের সিদ্ধান্ত তারা মানেনি। তাই সংঘর্ষের দায় চিনের নয়।

অন্যদিকে, এস জয়শঙ্কর বুধবার  চিনা বিদেশমন্ত্রী ওয়াং উইকে বলেছেন, গালওয়ান উপত্যকার সোমবারের সংঘর্ষ একেবারে পূর্ব পরিকল্পিত।  এই সময়ে দুদেশের উচিত যোগাযোগ রেখে চলা যাতে সীমান্ত সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধান হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের পর সীমান্ত সমস্যা নিয়ে দুদেশের মধ্যে কোনও বুলেট চলেনি। এবারও তা হয়নি বটে তবে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। ওই ঘটনার জন্য চিনই দায়ী, চিনা বিদেশমন্ত্রীকে জানিয়েছেন জয়শঙ্কর।

আরও পড়ুন-কোভিড পজেটিভ! করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অশোক ভট্টাচার্য

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গালওয়ানের ঘটনার প্রভাব দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে। এই মুহূর্তে চিনের উচিত তারা কী করেছে তা ভেবে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ৬ জুন কমান্ডার পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল তা দুপক্ষেরই মেনে চলা। প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করা। কেউই একতরফা কোনও পদক্ষেপ নিতে পারে না।

.