Kota Suicide: শুধু অগস্টেই ২২ আত্মহনন, কোটায় সিলিং ফ্যানে লাগছে স্প্রিং!

জানা গিয়েছে, ‘এই সিলিং ফ্যানের স্প্রিংগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওজন পড়লেই তা মুহুর্তে খুলে পরে যাবে। পাশাপাশি ফ্যানগুলিতে এমন সেন্সরও ইনস্টল করা হবে যা আত্মহত্যার চেষ্টার ক্ষেত্রে একটি অ্যালার্ম বাজে’।

Updated By: Aug 18, 2023, 04:43 PM IST
Kota Suicide: শুধু অগস্টেই ২২ আত্মহনন, কোটায় সিলিং ফ্যানে লাগছে স্প্রিং!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থানের কোটায় ১৮ বছর বয়সী এক ছাত্র যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি মঙ্গলবার রাতে আত্মহত্যা করে মারা যান। ২০২৩ সালে কোটায় এটি ২২তম আত্মহত্যা। শুধুমাত্র অগস্ট মাসেই এটি চতুর্থ ঘটনা।

বহু পড়ুয়া এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র মানসিক স্বাস্থ্য সংকটের কথা উল্লেখ করেছেন অনেকেই। জেলা প্রশাসন সমস্যাটি মোকাবেলা করার জন্য একটি বিতর্কিত পন্থা অবলম্বন করেছে। তাঁরা সেখানে সব হোস্টেল এবং পিজি-তে স্প্রিং লাগানো ফ্যান ইনস্টল করেছে। ‘পড়ুয়াদের মানসিক সমর্থন এবং নিরাপত্তা প্রদানের জন্য’ এই কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Manipur violence: ফের উত্তপ্ত মণিপুর, উখরুলে গুলিতে নিহত তিন

মঙ্গলবার যে ছাত্র আত্মহত্যা করেছিল তার নাম বাল্মীকি জাঙ্গিদ। সে বিহারের গয়ার বাসিন্দা। জানা গিয়েছে, গত বছর থেকে তিনি কোটায় ছিলেন এবং জেইই-এর জন্য পড়ছিলেন।

ফ্যান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে, কোটা জেলা কালেক্টর ওম প্রকাশ বুঙ্কর একটি আদেশে বলেছেন, ‘বসবাসরত শিক্ষার্থীদের মানসিক সমর্থন এবং নিরাপত্তা প্রদান করতে এবং কোটা শহরের কোচিং শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার ঘটনা রোধ করতে, রাজ্যের সমস্ত হোস্টেল/পিজি অপারেটরদের প্রতিটি ঘরে ফ্যানগুলিতে একটি সুরক্ষা স্প্রিং ডিভাইস ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে, যা শনিবারের বৈঠকে আলোচনা করা হয়েছে’।

আরও পড়ুন: Mission 2024: মিশন ২০২৪-এর জন্য তৈরি বিজেপির কৌশল! নজরে বিহার, বদলে যাবে প্রার্থী

জানা গিয়েছে, ‘এই সিলিং ফ্যানের স্প্রিংগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওজন পড়লেই তা মুহুর্তে খুলে পরে যাবে। পাশাপাশি ফ্যানগুলিতে এমন সেন্সরও ইনস্টল করা হবে যা আত্মহত্যার চেষ্টার ক্ষেত্রে একটি অ্যালার্ম বাজে’।

২০২২ সালের ডিসেম্বরে, স্থানীয় প্রশাসন কোটায় সমস্ত কোচিং ইনস্টিটিউট, হোস্টেল এবং পেইং-গেস্ট থাকার জায়গাগুলিকে শিক্ষার্থীদের জন্য একটি সাপ্তাহিক ছুটি, এক শ্রেণিতে সর্বোচ্চ ৮০ ছাত্র এবং ছাত্র ও শিক্ষকদের জন্য বাধ্যতামূলক মানসিক মূল্যায়নের নির্দেশ দিয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.