বিশ্বকাপ জিতল ফ্রান্স, সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলড’ হলেন কিরণ বেদী! কেন জানেন?
ট্যুইটারে ফ্রান্সকে অভিনন্দন জানানোর পরই তাঁর দিকে ধেয়ে এল বিদ্রুপের বন্যা
নিজস্ব প্রতিবেদন: ফুটবল বিশ্বকাপ জিতল ফ্রান্স আর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন পুদুচেরির গভর্নর কিরণ বেদী। ট্যুইটারে ফ্রান্সকে অভিনন্দন জানানোর পরই তাঁর দিকে ধেয়ে এল বিদ্রুপের বন্যা।
আরও পড়ুন-বেকেনবাওয়ার, জাগালোকে ছুঁয়ে বিশ্বজয় দেশঁ'র
কেন ওই বিদ্রুপ? ট্যুইটারে ফ্রান্সকে অভিনন্দন জানানোর সময়ে কিরণ বেদী পুদুচেরিকে প্রাক্তন ফরাসি উপনিবেশ বলে উল্লেখ করেন। আর তাতেই সোশ্যাল মিডিয়া গুস্সা উগরে দেন লোকজন। কিরণ লেখেন, ‘আমরা পুদুচেরির(প্রাক্তন ফরাসি উপনিবেশ) মানুষজনই কি বিশ্বকাপ জিতলাম? অভিনন্দন বন্ধুরা। খেলা সবাইকে মিলিয়ে দেয়।’
কিরণ বেদীর ওই ট্যুইটের পরই বিদ্রুপের বন্য বয়ে যায়। কেউ লেখেন, আমরা ভারতীয় ম্যাডাম! আপনার এই পাবলিসিটি চমক বন্ধ করা উচিত। কেউ লেখেন, ‘এক সময়ে ফরাসি উপনিবেশ ছিলাম বলে আপনি খুশি! দিল্লিতে বলে আমাদের মতো মুর্খরা আপনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিলাম। পদ ছেড়ে দিন।’
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে প্রথম আত্মঘাতী গোল!
কেউ কেউ ওই ট্যুইট তুলে নেওয়ারও দাবি করেন। একজন লেখেন, ‘আমি পুদুচেরিতে জন্মেছি। কখনও মনে হয়নি আমরা জিতেছি। ফ্রান্স জিতেছে। খেলা ভালোবাসি, খেলা হিসেবে ভালো লেগেছে। এই ভালোলাগার জন্য কোনও ঔপনিবেশিক মানসিকতার প্রয়োজন হয়নি। দয়া করে ওই ট্যুইটটি তুলে নেওয়ার কথা ভাবুন।’