‘সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক; ৩৭৭ ধারা থাকা উচিত,’ অভিমত মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের

৩৭৭ ধারা নিয়ে বর্তমানে একটি মামলা আদালতের বিচারাধীন। ওই ধারায় সমকামকে অপরাধ বলে গণ্য করা হয়

Updated By: Jul 16, 2018, 09:24 AM IST
‘সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক; ৩৭৭ ধারা থাকা উচিত,’ অভিমত মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের

নিজস্ব প্রতিবেদন: সমকাম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের সেক্রেটারি জাফরইয়াব জিলানি। পাশাপাশি ৩৭৭ ধারার পক্ষেও জোর সওয়াল করলেন।

আরও পড়ুন-বেকেনবাওয়ার, জাগালোকে ছুঁয়ে বিশ্বজয় দেশঁ'র 

উল্লেখ্য, ৩৭৭ ধারা নিয়ে বর্তমানে একটি মামলা আদালতের বিচারাধীন। ওই ধারায় সমকামকে অপরাধ বলে গণ্য করা হয়। এই ধারা বিলোপ করার পক্ষে সরব দেশের একাধিক মহল। এনিয়ে কথা বলতে গিয়ে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে জিলানি বলেন, ‘আমরা ৩৭৭ ধারার পক্ষে। সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটিকে অপরাধ বলেই গণ্য করা উচিত।’

আরও পড়ুন-উট, ভালুকের ভবিষ্যদ্বাণী কি মিলল?

প্রসঙ্গত, ইসলামি আইন অনু‌যায়ী সমকামকে পাপ বলেই মনে করা হয়। অতীতে মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ড বরবারই সমকামের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিরুদ্ধে ছিল। কিন্তু ৩৭৭ ধারা নিয়ে মামলা আদালতে ‌যেতেই তারা ভিন্ন অবস্থান নিয়েছে। এখন তাদের বক্তব্য, ৩৭৭ ধারা নিয়ে বিতর্কে নিজেদের জড়াতে চায় না বোর্ড। পাশাপাশি তারা সমকামীতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরুদ্ধেও সওয়াল করবে না। গোটা বিষয়টাই এখন আদালতের দিকে ঠেলে দিয়েছে ‘ল বোর্ড।

.