দল চাইলে দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়তে প্রস্তুত কিরণ বেদী

Updated By: Jan 16, 2015, 04:27 PM IST
দল চাইলে দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়তে প্রস্তুত কিরণ বেদী

সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন কিরণ বেদী। যোগদান করেই শুক্রবার জানিয়ে দিলেন দল চাইলে দিল্লি বিধানসভা নির্বাচনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তিনি।

কিরণ বলেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন সবসময়ই দলের সিদ্ধান্ত। আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী চলব। যদি দল চায় কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ব। কী করা উচিত্‍ দল আমার থেকে ভাল বুঝবে। হারার জন্য নিশ্চয়ই আমাকে আনেননি তারা, জেতার জন্যই এনেছেন। এর আগে জি মিডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে কিরণ বলেছিলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুগ্ধ হয়েই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বলেন, আমি বিজেপিতে যোগ দিয়েছি কারণ আমি মনে করি একমাত্র এই দলই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সকলের জন্য উন্নয়ন, কর্মসংস্থান ও বিচার নিয়ে আসতে পারে। সেইসঙ্গেই বিজেপি আগের ভুল শুধরে নিয়ে উন্নততর দেশ গড়ার দিকে এগোবে বলে আশা রেখেছন কিরণ।

ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী জানান তার ৪০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিল্লিতে উন্নত প্রশাসন গড়ার কথা বলেছেন কিরণ।

 

 

.