আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিদেশ সচিব জন কেরি
Updated By: Aug 1, 2014, 01:56 PM IST
সুষমা স্বরাজের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি।
প্রসঙ্গত, ভারতের নতুন সরকারের সঙ্গে এটাই মার্কিন সরকারের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। গত বুধবার ৩ দিনের সফরে ভারতে আসেন কেরি। বৃহস্পতিবার অরুণ জেটলি ও সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন কেরি। আগামী সেপ্টেম্বরে মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রাথমিক পর্যায়ের আলোচনাও এ দিন কেরির সঙ্গে সেরে নেন সুষমা।
তিন ঘণ্টার বৈঠকে স্নুপিং প্রসঙ্গ তোলেন সুষমা। বলেন, আমি বলেছি আমরা যদি একে অপরকে বন্ধু মনে করি তাহলে আড়ি পাতা কখনই গ্রহণযোগ্য নয়।