Kerala Pregnant Goat Killing: চূড়ান্ত পাশবিকতা! ৪ মাসের অন্তঃসত্ত্বা ছাগলকে 'ধর্ষণ'-'খুন', ধৃত ১
লালসা মিটিয়ে, রক্তাক্ত অবস্থায় ছাগলটিকে ফেলে পালায় তিন হোটেল কর্মী।
![Kerala Pregnant Goat Killing: চূড়ান্ত পাশবিকতা! ৪ মাসের অন্তঃসত্ত্বা ছাগলকে 'ধর্ষণ'-'খুন', ধৃত ১ Kerala Pregnant Goat Killing: চূড়ান্ত পাশবিকতা! ৪ মাসের অন্তঃসত্ত্বা ছাগলকে 'ধর্ষণ'-'খুন', ধৃত ১](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/31/370312-goat.jpg)
নিজস্ব প্রতিবদেন: চূড়ান্ত বিকৃত মানসিকতার পরিচয়! এবার মানুষের লালসার শিকার এক অবোলা প্রাণি। চার মাসের অন্তঃসত্ত্বা একটি ছাগলকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযুক্ত এক হোটেল কর্মী। ধৃত অভিযুক্ত।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কেরলের কাসারাগোডে। ওই রেস্তোরাঁর মালিক জানান, পোষ্য ছাগলটি চারমাসের অন্তঃসত্ত্বা ছিল। মঙ্গলরাতে তার চিৎকার শুনতে পান। বাইরে গিয়ে দেখেন খাঁচার বাইরে রক্তাক্ত অবস্থায় প্রাণিটাকে পড়ে রয়েছে। তাদের দেখা মাত্রই ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় তিন হোটেল কর্মী। হোটেল মালিকের অভিযোগ,তাকে ধর্ষণ করে খুন করেছে এক হোটেল কর্মী। তাকে সাহায্য করেছে আরও দু'জন।
তিনজনের নামে পুলিসে অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত হোটেল কর্মীরা। তবে বৃহস্পতিবার রাতে মূল অভিযুক্ত ধরা পড়ে। এখনও পলাতক আরও দু'জন। এই ঘটনা সামনে আসতেই হতবাক নাগরিক সমাজ। ধীরে ধীরে মানুষের মানসিকতা কতটা নৃশংস এবং বিকৃত হয়ে যাচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন তাঁরা।
আরও পড়ুন: Amit Shah-Tagga Meet: বিধানসভার ঘটনাকে জাতীয় রাজনীতিতে হাতিয়ার? শাহের দ্বারস্থ মনোজ টিগ্গা