Amit Shah-Tigga Meet: বিধানসভার ঘটনাকে জাতীয় রাজনীতিতে হাতিয়ার? শাহের দ্বারস্থ মনোজ টিগ্গা
অমিত শাহের (Amit Shah, Home Minister Of India) সঙ্গে মনোজ টিগ্গাকে দেখা করালেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিধানসভায় গণ্ডগোলের ঘটনার বিরুদ্ধে নালিশ জানাতে এবার অমিত শাহের (Amit Shah, Home Minister Of India) দ্বারস্থ মনোজ টিগ্গা (Manoj Tigga)। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিধানসভায় বিজেপির (BJP) চিফ হুইপ। সূত্রের খবর, রাজ্য বিধানসভা প্রথমে বিজেপি বিধায়কদের নিগ্রহ এবং এরপর তাঁদেরই সাসপেন্ডের বিষয়ে, অভিযোগ জানান তিনি।
গত ২৯৮ মার্চ বেনজির ঘটনার সাক্ষী থাকে রাজ্য বিধানসভা। অভিযোগ, হাউজের অন্দরে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন শাসক-বিরোধী বিধায়করা। বিজেপির বিরুদ্ধে নাক আঘাতের অভিযোগ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পাল্টা শাসকদলের বিরুদ্ধে তাঁদের চিফ হুইপ মনোজ টিগ্গাকে (Manoj Tigga) নিগ্রহের অভিযোগ করে গেরুয়া শিবির। এই ঘটনায় বিজেপিরই পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি চিকিৎসা করাতে দিল্লি যান মনোজ। 'রথ দেখা কলা বেচা'র মতো, বিধানসভার ঘটনা নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করলেন তিনি। তাঁকে অমিত শাহের (Amit Shah, Home Minister Of India) সঙ্গে দেখা করালেন রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের শাহের কাছে বিধানসভার ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন টিগ্গা। ২৮ মার্চ বিধানসভার অন্দরে ঠিক কী ঘটেছিল, তা জানিয়েছেন। কাঠগড়ায় তুলেছেন রাজ্যের তৃণমূল সরকারকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা থেকে বিজেপির কৌশল খুব স্পষ্ট। বিধানসভার ঘটনাকে জাতীয় রাজনীতিতে তুলে ধরে যে, তারা তৃণমূলকে বেকায়দায় ফেলতে চাইছে।
আরও পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ, বিজয় চকে ধর্নায় কংগ্রেস সাংসদরা