CPM-র মঞ্চে দাঁড়িয়ে রাহুলকে 'অবিবাহিত' কটাক্ষ, ক্ষমা চাইলেন প্রাক্তন সাংসদ

এরনামকুলামের সেন্ট টেরেসা কলেজের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন রাহুল (Rahul Gandhi)। ওই ঘটনার প্রসঙ্গ টেনে তাঁকে নিশানা করেন জর্জ (Joyce George)।

Updated By: Mar 30, 2021, 11:15 PM IST
CPM-র মঞ্চে দাঁড়িয়ে রাহুলকে 'অবিবাহিত' কটাক্ষ, ক্ষমা চাইলেন প্রাক্তন সাংসদ

নিজস্ব প্রতিবেদন: বাংলা জোটে লড়াই করছে বাম-কংগ্রেস। কেরলে (Kerala) সেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ শানাতে গিয়ে 'অসংসদীয়' শব্দের ব্যবহার করলেন বাম সমর্থিত প্রাক্তন নির্দল সাংসদ জয়েস জর্জ (Joyce George)। সমালোচনার মুখে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। 

এরনামকুলামের সেন্ট টেরেসা কলেজের পড়ুয়াদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওই ঘটনার প্রসঙ্গ টেনে তাঁকে নিশানা করেন জর্জ (Joyce George)। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বাম প্রার্থী এমএম মানির (MM Mani) প্রচারে গিয়ে জর্জ কটাক্ষ করেন,'রাহুল গান্ধী শুধু মহিলাদের কলেজেই যান। মেয়েদের নীচু হতে ও ঘুরে দাঁড়ানো শেখান। তোমরা কেউ ওর কাছে যেও না। উনি অবিবাহিত।' তাঁর এই মন্তব্যে হাসতে দেখা গিয়েছে সিপিএম প্রার্থী মানিকে। তবে এটা জর্জের ব্যক্তিগত মত বলে দূরত্ব বজায় রাখার কৌশল নিয়েছে সিপিএম। 

তবে ছেড়ে দেওয়ার পাত্র নন কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ ছেন্নিথালা। তাঁর কথায়,'জয়েস জর্জের বক্তব্য অত্যন্ত কুরুচিকর। জাতীয় নেতার বিরুদ্ধে রং চড়িয়ে কথা বলেছেন। কেরলে রাহুলের সভায় লক্ষাধিক লোক হয়েছে। তাতে আশঙ্কিত হয়ে পড়েছে সিপিএম।' কংগ্রেসের প্রাক্তন উম্মেন চান্ডির কথায়,'এটা শুধু মহিলাদের অপমান নয়। বরং কেরলের সমাজকে অপমানিত করা হয়েছে।'  

সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন জয়েস জর্জ। তাঁর কথায়, নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ওই মন্তব্য প্রত্যাহার করছি। এর আমি দুঃখিত।'

আরও পড়ুন- West Bengal Election 2021: 'হেলান দিয়ে আছি, পড়ব না,' সভামঞ্চে হুইল চেয়ার ছেড়ে দেশভক্তির পাঠ Mamata-র

.