দেশের এক ইঞ্চি জমিও China-কে ছাড়েনি ভারত, সাফ জানিয়ে দিলেন Army Chief
ভারত-চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে ওঠে গত জুন মাসে
নিজস্ব প্রতিবেদন: লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চিনা সেনা। এমনটাই অভিযোগ করে থাকে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। সেই দাবি উড়িয়ে দিলেন সেনাপ্রধান এম এম নারাভানে।
আরও পড়ুন-বৃহস্পতিবার বাড়তি নজর Nandigram-এ, মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি Central Force
পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনা থাকলেও ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চিও চিনকে ছাড়েনি। সীমান্তের কোনও অংশেই পিছিয়ে আসেনি ভারত। আগেও যেখানে ছিলাম। এখনও সেখানেই রয়েছি আমরা। মঙ্গলবার সংবাদসংস্থাকে এমনটাই জানালেন সেনাপ্রধান(Army Chief)।
#WATCH: Army Chief General MM Naravane speaks to ANI on India-China disengagement in Ladakh. He says, "We have not lost out on any territory, we are where we were before this whole thing started...Not an inch of land has been lost." pic.twitter.com/yIyyBR6Z4n
— ANI (@ANI) March 30, 2021
ভারত-চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে ওঠে গত জুন মাসে। গালওয়ানে(Galwan Clash) এক অস্থায়ী চৌকি সরানোকে কেন্দ্রে করে ভারত ও চিনা জওয়ানদের সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান শহিদ হন। চিনা শিবিরেও অনেকের মৃত্যু হলেও তা তারা স্বীকার করেনি। ওই ঘটনার পর সরব হয় কংগ্রেস ও বামেরা। তাদের দাবি, নরেন্দ্র মোদীকে(Narendra Modi) দেশের মানুষকে বলতে হবে, চিনা সেনা ভারতীয় ভূখণ্ড দখল করেছে কিনা।
আরও পড়ুন-'আরও ফোন করব', ভাইরাল 'প্রলয়'কাণ্ডে পাল্টা জবাব মমতার
সীমান্ত উত্তেজনা কমাতে দুদেশের মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। গত ১ ফেব্রুারি এলএসি থেকে সেনা সরাতে শুরু করেছে দুদেশ। নারাভানে জানান,প্য়াংগং লোকের উত্তর ও দক্ষিণ সীমান্ত থেকে সেনা তাদের নিকটবর্তী শিবিরে ফিয়ে গিয়েছে।