কেজরিওয়াল-বঢরা বাগ্‌যুদ্ধ এবার ফেসবুকে

রবার্ট বঢরা-অরবিন্দ কেজরিওয়ালের বাগ্‌যুদ্ধ বেড়েই চলেছে। এই বিতণ্ডার জেরে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন সোনিয়া-জামাতা। তাঁর নামে দুর্নীতির অভিযোগ আসার পর ফেসবুকে নিজের স্ট্যাটাসে বঢরা লিখেছিলেন, "ম্যাঙ্গো পিপ্‌ল ইন বানানা রিপাবলিক।" ইংরেজি ব্যাঙ্গে ভারতকে `বানানা রিপাবলিক` অর্থাৎ এক প্রকার `মগের মুলুক` বলে কার্যত তাঁর বিরুদ্ধে অভিযোগকারীদেরই সেদেশের `ম্যাঙ্গো পিপ্‌ল` বলেন। এর পরেই প্রতিবাদের ঝড় ওঠে। অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।

Updated By: Oct 8, 2012, 09:43 PM IST

রবার্ট বঢরা-অরবিন্দ কেজরিওয়ালের বাগ্‌যুদ্ধ বেড়েই চলেছে। এই বিতণ্ডার জেরে সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন সোনিয়া-জামাতা। তাঁর নামে দুর্নীতির অভিযোগ আসার পর ফেসবুকে নিজের স্ট্যাটাসে বঢরা লিখেছিলেন, "ম্যাঙ্গো পিপ্‌ল ইন বানানা রিপাবলিক।" ইংরেজি ব্যাঙ্গে ভারতকে `বানানা রিপাবলিক` অর্থাৎ এক প্রকার `মগের মুলুক` বলে কার্যত তাঁর বিরুদ্ধে অভিযোগকারীদেরই সেদেশের `ম্যাঙ্গো পিপ্‌ল` বলেন। এর পরেই প্রতিবাদের ঝড় ওঠে। অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হন তিনি।
তবে আইএসি নেতা এবং মূল অভিযোগকারী কেজরিওয়াল অবশ্য এতে থেমে থাকেননি। "সারা দেশের `ম্যাঙ্গো মেন`রাই ক্ষমতাশীলদের `নেমেসিস` হয়ে দেখা দেবে," টুইট করেন তিনি। আইএসি সদস্য কুমার বিশ্বাস বলেন, "রবার্ট ভঢরার শ্বাশুড়িই যখন দেশ চালাচ্ছেন তখন ভারত কেন `বানানা রিপাবলিক` হল তার ব্যাখ্যা দেওয়া উচিত।"
শুক্রবারই সদ্য নির্মিত রাজনৈতিক দল ইন্ডিয়া এগেনস্ট করাপশন বা আইএসির দুই নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং প্রশান্ত ভূষণ এক সাংবাদিক সম্মলনে রবার্ট বঢরার বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ এনে বলেন, গত চার বছরে বঢরা নামমাত্র টাকায় ডিএলএফ নামে একটি নির্মাণ সংস্থার কাছ থেকে বহু সম্পত্তি কিনেছেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকার কাছাকাছি। এ ছাড়া, ওই সংস্থাটি রবার্টকে কোনও নিরাপত্তা ছাড়াই ৬৫ কোটি টাকা ঋণ দিয়েছিল। এই ধরনের লেনদেনকে অবৈধ বলে তার কারণ জানতে চেয়েছেন তাঁরা।
স্বাভাবিকভাবেই আরও একবার নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া কংগ্রেস এই ধরনের অভিযোগকে আমল দিতেই নারাজ। একে নিম্ন রুচির রাজনীতি বলে পাল্টা অভিযোগ করে বিজেপি এবং কেজরিওয়াল-প্রশান্ত ভূষণ গোষ্ঠীকে একই মুদ্রার দুই পিঠ বলে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি।
অন্যদিকে শনিবারই রবার্ট বঢড়াকে নিরাপত্তা ছাড়া ৬৫ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ অস্বীকার করল নির্মাণ সংস্থা ডিএলএফ। সোনিয়া-জামাতাকে বিশাল পরিমাণ জমি পাইয়ে দেওয়ার জন্যও কোনও সাহায্য করেনি বলে সাফ জানিয়ে দিয়েছে ওই সংস্থাটি।

.