ধস নামার ভয়ে বন্ধ রাখা হল কেদারনাথ যাত্রা
ভারী বৃষ্টিপাতের ফলে ধস নামার আশঙ্কায় শনিবার পর্যন্ত বন্ধ রাখা হল কেদারনাথ যাত্রা। বৃহস্পতিবার সোনপ্রয়াগে একটি ব্রিজ ভেঙে পড়ায় কেদারনাথ যাত্রা বন্ধ রাখতে হয় তীর্থযাত্রীদের।
ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টিপাতের ফলে ধস নামার আশঙ্কায় শনিবার পর্যন্ত বন্ধ রাখা হল কেদারনাথ যাত্রা। বৃহস্পতিবার সোনপ্রয়াগে একটি ব্রিজ ভেঙে পড়ায় কেদারনাথ যাত্রা বন্ধ রাখতে হয় তীর্থযাত্রীদের।
রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে কেদারনাথ যাত্রা ফের চালু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার ওপরই তা নির্ভর করছে। ৫০০ জন তীর্থযাত্রী যারা বৃহস্পতিবার কেদারনাথ থেকে ফিরছিলেন তারা গৌরিকুণ্ডে রাত কাটাবেন, শুক্রবার তাদের কেদার উপত্যকা থেকে বের করে আনা হবে। অন্যদিকে, চামোলির জেলা ম্যাজিস্ট্রেট অশোক কুমার জানিয়েছেন, ৪টি অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে হেমকুণ্ড যাত্রাও।
মন্দিরের রাস্তায় ধস নামায় বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রাও।