''রবীন্দ্রনাথ ছিলেন ইংরেজদের হাতের পুতুল, নেতাজি জাপানিদের চর,'' বললেন কাটজু

বিতর্কিত মন্তব্যের নয়া নজির গড়লেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। টুইটারে কাটজু লেখেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশদের হাতের পুতুল, আর নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন জাপানিদের চর।

Updated By: Sep 16, 2015, 11:42 AM IST
''রবীন্দ্রনাথ ছিলেন ইংরেজদের হাতের পুতুল, নেতাজি জাপানিদের চর,'' বললেন কাটজু

ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্যের নয়া নজির গড়লেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। টুইটারে কাটজু লেখেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশদের হাতের পুতুল, আর নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন জাপানিদের চর।

কাটজুর এ হেন মন্তব্যের পর বিতর্কের ঝড় বয়ে যায়। কাটজুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামে বিভিন্ন সংগঠন।   

এরপর কাটজু টুইটারে লেখেন, "ক দিনের মধ্যেই আমি কলকাতায় যাচ্ছি৷ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য রাখতে যাচ্ছি ওখানে৷ ব্রিটিশদের হাতের পুতুল রবীন্দ্রনাথ ঠাকুর ও জাপানের চর সুভাষচন্দ্র বসুকে আক্রমণ করে ভাষণ দেব৷ এর অর্থ মৌচাকে ঢিল ছোড়া৷ এমন ভাষণ শুনে বাঙালিরা ভীমরুলের মতো আমার রক্ত খুঁজবেন৷ কিন্তু তাঁদের সত্যি জানাটা দরকার৷ দীর্ঘদিন ধরে তাঁরা ভুল ধারণায় নিয়ে বাঁচছেন৷"

.