মানুষের জীবন বাঁচাতে ২০ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ পুলিসের

কখনও কর্তব্যে গাফলতি, কখনও আবার অতি সক্রিয়তা, কোথাও আবার ঘুষ খেয়ে। চারিদিকে পুলিসকে নিয়ে শুধু খারাপ খবরই শোনা যায়। কিন্তু নাসিকে কুম্ভ মেলায় এক পুলিস কর্মীকে যা করলেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

Updated By: Sep 15, 2015, 03:22 PM IST
মানুষের জীবন বাঁচাতে ২০ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ পুলিসের
Photo: Traffline/ Twitter

ওয়েব ডেস্ক: কখনও কর্তব্যে গাফলতি, কখনও আবার অতি সক্রিয়তা, কোথাও আবার ঘুষ খেয়ে। চারিদিকে পুলিসকে নিয়ে শুধু খারাপ খবরই শোনা যায়। কিন্তু নাসিকে কুম্ভ মেলায় এক পুলিস কর্মী যা করলেন তা কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

নাসিকে কুম্ভ মেলায় বহু পুলিস কর্মীর সঙ্গে ডিউটিতে ছিলেন মনোজ বারাহাতে নামের এক অল্প বয়েসি ট্রেনি পুলিস। ২৪ বছরের মনোজের দায়িত্ব ছিল ব্রিজের ওপর হাঁটচলা করা মানুষের নিরাপত্তার দেখভাল করা। হঠাত্‍ই সেই ব্রিজে ঝাঁপ দেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। মনোজ কোনও কিছু না ভেবে সেই ব্যক্তিকে বাঁচাতে জলে ঝাঁপ দেন।

মনোজের এই ভূমিকা পুলিসের সব মহল থেকে প্রশংসা আদায় করে নিয়েছে।

.