কর্ণাটকে 'ইসলামের নামে' ভোট চাইছে কংগ্রেস, অভিযোগ বিজেপির

ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ বিজেপির। 

Updated By: May 2, 2018, 11:15 PM IST
কর্ণাটকে 'ইসলামের নামে' ভোট চাইছে কংগ্রেস, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ভোটের আগে কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ  করল বিজেপি। রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিক কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও তাদের অভিযোগ। এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ির নেতৃত্বে প্রতিনিধিদল। 

কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ি বলেন, ''সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইসলামের নামে ভোট চাইছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও মল্লিকার্জুন খাড়গে।'' নির্বাচন কমিশনের কাছে যাবতীয় তথ্যপ্রমাণ জমা দিয়েছেন বলে দাবি করেছেন গডকড়ি।  

আর এক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, মুসলিমদের ভোট পেতে কংগ্রেস প্রচার করছে ইসলাম সঙ্কটে। বিদ্বেষ ছড়াচ্ছে তারা। তিনি আরও বলেন,''কর্ণাটকে হার নিশ্চিত জেনে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। বিজেপিকে দুর্বল করছে বিভিন্ন কৌশল ব্যবহার করছেন দলের নেতারা।'' এর পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও করেছে বিজেপি। তাদের দাবি, কংগ্রেসের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। অথচ আটকাচ্ছে বিজেপির গাড়ি।   

  আরও পড়ুন- গাজিপুর মাদ্রাসায় নাবালিকা ধর্ষণকাণ্ডে প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্তের বিচার, জানাল জুভেনাইল জাস্টিস বোর্ড

  
  

   

.