Karnataka Election result 2023: মোদীর জয়রথ থমকাল কর্নাটকে! নয়া মন্ত্রেই কিস্তিমাত রাহুলের...
প্রচারের শেষ দশ দিনে ১৭টি সভা করেছেন মোদী। রোড শো করছেন অন্তত ১০টি। বাদ যাননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কিন্তু রাহুলের ভারত জোড়ো যাত্রার প্রভাব থেকেই গিয়েছিল। নিজের রাজনৈতিক চরিত্র দুমড়ে মুচড়ে বদলে ফেলে নয়া অবতারে ধরা দিয়েছিলেন রাহুল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আমিই জিতব, কেউ আটকাতে পারবে না।' কর্নাটকে ভারতজোড়ো যাত্রা এগনোর সময় এমনটা আঁচ করেছিল রাজনৈতিক মহলের একাংশ। নভেম্বরের পর সোজা মে, কর্নাটকে কংগ্রেস যে দিকে এগোচ্ছে তাতে মেনে নিতে কোনও দ্বিধা নেই যে রাহুল গান্ধী (Rahul Gandhi) দক্ষিণের এই রাজ্যে নতুন সংজ্ঞা তৈরিতে সফল। সময় যত গড়াচ্ছে ততই কংগ্রেস ও বিজেপির মধ্যে ফারাক বাড়ছে। কংগ্রেসের ঝুলিতে এগিয়ে থাকা আসনের সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে মোদীর (Modi) জয়রথ কার্যত থমকে যাচ্ছে।
কংগ্রেসের অন্দরেও যে এই নিয়ে জোর চর্চা হবে তা প্রত্যাশিত। শনিবার সকালে কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস একটি ভিডিয়ো ট্যুইট করে, যেখানে সিয়া'র 'আনস্টপ্যাবল' গানের সঙ্গে রাহুল গান্ধীর ছবির ভিডিয়ো পোস্ট করে। ডিসি কমিকস মুভিতে ওয়ান্ডার ওম্যানের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে সিয়া'র গাওয়া গানটি ব্যবহার করা হয়েছে। ট্যুইটে লেখা, ‘আমি অপরাজেয়, আমি আত্মবিশ্বাসী এবং আজকে আমি অপ্রতিরোধ্য।’
I'm invincible
I'm so confident
Yeah, I'm unstoppable today pic.twitter.com/WCfUqpNoIl
— Congress (@INCIndia) May 13, 2023
ট্রেন্ড বলছে, বিজেপি-র বিরুদ্ধে এগিয়ে রয়েছে কংগ্রেস। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৩ আসন। কোলাজে ব্যবহৃত ছবিগুলো রাহুল গান্ধীর গণসংযোগ কর্মসূচি 'ভারত জোড় যাত্রা'র। ভারত জোড়ো যাত্রায় ১৩৬ দিনে ১২টি রাজ্য জুড়ে ৩৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন রাহুল। কর্নাটকের হুবলি-ধারওয়াড় সেন্ট্রাল কেন্দ্রে বিজেপির জগদীশ শেট্টার এগিয়ে রয়েছেন। চিত্তপুরে এগিয়ে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়ঙ্ক খাড়্গে।
তবে বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে। কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় আবার বিজেপি এগিয়ে রয়েছে। কিন্তু ফলাফলের দিন প্রথম থেকেই এগিয়ে কংগ্রেস। সুতরাং, নির্বাচনী প্রচারে হিন্দুত্ব অস্ত্রে শান দিয়ে একের পর এক সভা করলেও মোদী ম্যাজিক যে কাজ করেনি তা এদিন কিছুটা হলেও স্পষ্ট।প্রচারের শেষ দশ দিনে ১৭টি সভা করেছেন। রোড শো করছেন অন্তত ১০টি। বাদ যাননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কিন্তু রাহুলের ভারত জোড়ো যাত্রার প্রভাব থেকেই গিয়েছিল। নিজের রাজনৈতিক চরিত্র দুমড়ে মুচড়ে বদলে ফেলে নয়া অবতারে ধরা দিয়েছিলেন রাহুল।
আরও পড়ুন, Karnataka Election results 2023: কার দখলে কর্নাটক? চলছে ভোটগণনা