১৪ ব্যাঙ্ক থেকে ৮৪২ কোটি টাকা ঋণ, বিদেশে আশ্রয় নিলেন চেন্নাইয়ের গহনা বিপণীর মালিক

মোট ১৪টি ব্যাঙ্কের একটি কনসোর্টিয়াম ওই বিপুল ঋণ দেয়। ওই সংগঠনের মূল ঋণদাতা এসবিআই দিয়েছেল ২১৫ কোটি টাকা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেয় ১১৫ কোটি

Updated By: Mar 21, 2018, 01:39 PM IST
১৪ ব্যাঙ্ক থেকে ৮৪২ কোটি টাকা ঋণ, বিদেশে আশ্রয় নিলেন চেন্নাইয়ের গহনা বিপণীর মালিক

নিজস্ব প্রতিবেদন: পিএনবি কাণ্ডের পর ফের এক জালিয়াতির পর্দা ফাঁস হল। চেন্নাইয়ের গহনা বিপণী কনিষ্ক গোল্ড প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে ৮৪২.১৫ কোটি টাকা জালিয়াতির অভি‌যোগ উঠল। কিন্তু নীরব মোদীর মতো এই সংস্থার মালিকও এখন বিদেশে। বাধ্য হয়েই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

সংস্থাটির অফিস চেন্নাইয়ের টি নগরে। এটির মালিক ভূপেশ কুমার জৈন ও তাঁর স্ত্রী নীতা জৈন। এরা দুজনেই এখন থাকেন মরিশাসে। অনেক চেষ্টা করেও এদের সঙ্গে ‌যোগা‌যোগ করা ‌যায়নি বলে জানিয়েছে এসবিআই।

অারও পড়ুন-রক্তাক্ত ইন্দ্রলোক! ঘরের বাইরে উদ্ধার পরিচারিকা, ভিতরে সংজ্ঞাহীন অবস্থায় মিলল যুবক

গোটা বিষয়টি সামনে এনেছে এসবিআই। গত ১৮ জানুয়ারি এসবিআই সিবিআইকে একটি চিঠি লিখে জানিয়েছে, কনিষ্ক মোট ঋণ নিয়েছিল ৮২৪ কোটি টাকা। সেই টাকা সুদে আসলে হয়েছে ১০০০ কোটি টাকা। এখন তাদের কোনও পাত্তা পাওয়া ‌যাচ্ছে না। মোট ১৪টি ব্যাঙ্কের একটি কনসোর্টিয়াম ওই বিপুল ঋণ দেয়। ওই সংগঠনের মূল ঋণদাতা এসবিআই দিয়েছেল ২১৫ কোটি টাকা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেয় ১১৫ কোটি।

.