বামেদের হয়ে রাজ্যে ভোটের প্রচার করবেন কানহাইয়া

ওয়েব ডেস্ক: জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমারকে খুব শীঘ্রই দেখা যেতে পারে এরাজ্যে। বামেদের হয়ে ভোট প্রচারে নামতে চলেছেন তিনি।

দেশদ্রোহিতার দায়ে ২০ দিন জেল খাটার পর, গত বৃহস্পতিবার মুক্তি পান ছাত্রনেতা কানহাইয়া কুমার। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কানাহাইয়া কুমার।

জেএনইউ-এর ছাত্রছাত্রীরা দেশদ্রোহী নন। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী চেহারা কখনই বদলাবে না। জেল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে একথাও বলতে শোনা যায় কানহাইয়া কুমারকে। তাঁর জনপ্রিয়তাকে আসন্ন ভোটে কাজে লাগাতে তাঁকে প্রচার অভিযানে নামানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে বামেরা। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও বামেদের হয়ে প্রচার করার কথা রয়েছে কানহাইয়ার।

English Title: 
KANHAIYA WILL CAMPAIGNED ELECTION FOR LEFT
News Source: 
Home Title: 

বামেদের হয়ে রাজ্যে ভোটের প্রচার করবেন কানহাইয়া

বামেদের হয়ে রাজ্যে ভোটের প্রচার করবেন কানহাইয়া
Yes
Is Blog?: 
No
Section: