অসমে সরকারি হাসপাতালে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর খুন জুনিয়র ডাক্তার, গ্রেফতার ওয়ার্ড বয়
অসম মেডিক্যাল কলেজে ইন্টেনসিনভ কেয়ার ইউনিটে খুন হলেন জুনিয়র ডাক্তার ২৪ বছরের সরিতা তাশনিওয়াল। সন্দেহ করা হচ্ছে তাঁকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই খুন করা হয়। এই ঘটনায় শুক্রবার এক ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়েছে।
অসম মেডিক্যাল কলেজে ইন্টেনসিনভ কেয়ার ইউনিটে খুন হলেন জুনিয়র ডাক্তার ২৪ বছরের সরিতা তাশনিওয়াল। সন্দেহ করা হচ্ছে তাঁকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই খুন করা হয়। এই ঘটনায় শুক্রবার এক ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত তিরু মেচের মুখে টাটকা আঁচড়ের দাগ দেখেই তাকে গ্রেফতার করা হয়। নিহত ডাক্তারের সঙ্গে ধস্তাধস্তির ফলেই তার মুখে এই ক্ষত তৈরি হয়েছে বলে মোটামুটি নিশ্চিত পুলিস।
পুলিস সূত্রে খবর, রাতের শিফটে কাজ করার সময়ই সরিতার উপর আক্রমণ হয় ও তাঁকে খুন করা হয়।
সূত্রে খবর, মেচ পুলিসের কাছে তার জবানবন্দীতে জানিয়েছে সরিতা তার সঙ্গে দুর্ব্যবহার করার পর আক্রোশ বশত তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর একটি সার্জিকাল ছুরি দিয়ে সরিতাকে হত্যা করে সে।
শনিবার সকালে নার্সরা প্রথম আইসিইউতে সরিতার মৃত দেহ দেখতে পান।
আগামী ৭ জুলাই বিয়ে হওয়ার কথা ছিল নিহত ডাক্তারের। সরিতা তাশনিওয়াল স্ত্রী রোগ নিয়ে স্নাতোকোত্তরের ছাত্রী ছিলেন।
এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।