সারদাকাণ্ডে সিবিআই তদন্তে খুশি বুদ্ধিজীবীদের একাংশ

সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশিষ্টেরা। তাঁদের দাবি, সারদা কেলেঙ্কারির সঙ্গে শাসকদলের নেতারাই জড়িত। তাই সরকারি তদন্তে কোনও দিনই আসল সত্য সামনে আসত না। সিবিআই তদন্তে কেলেঙ্কারির পর্দাফাঁস হবে বলেই মনে করছেন তারা।

Updated By: May 10, 2014, 12:44 PM IST

সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশিষ্টেরা। তাঁদের দাবি, সারদা কেলেঙ্কারির সঙ্গে শাসকদলের নেতারাই জড়িত। তাই সরকারি তদন্তে কোনও দিনই আসল সত্য সামনে আসত না। সিবিআই তদন্তে কেলেঙ্কারির পর্দাফাঁস হবে বলেই মনে করছেন তারা।
-------------------------------------------------------------------------------

সারদা, সুপ্রিমকোর্ট এবং সিবিআই, এক নজরে

লোকসভা ভোটের মধ্যেই জোর ধাক্কা খেল রাজ্য সরকার। সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উধাও টাকার হদিশ ও কেলেঙ্কারির সুবিধাভোগীদের চিহ্নিত করতে সিটের তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়নি। তাই এই রায় বলে জানিয়েছে শীর্ষ আদালত।

দশ হাজার কোটি টাকার প্রতারণা
প্রতারিতের সংখ্যা পঁচিশ লক্ষ
একাধিক রাজ্যে প্রতারণার জাল
জড়িত একাধিক প্রভাবশালী ব্যক্তি!

মূলত এই চারটি বিষয়কে সামনে রেখেই সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের যাবতীয় যুক্তি নস্যাত করে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেয় সারদাকাণ্ডে সিবিআই তদন্তের।

পঁচিশ লাখ আমানতকারী
দশ হাজার কোটি টাকা প্রতারণা
প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনা
টাকার হদিশ পেতে রাজ্য পুলিসের ব্যর্থতা

কেলেঙ্কারির সবদিক খতিয়ে দেখার অধিকার সিবিআইকে
অপরাধ, ষড়যন্ত্র, দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই
উধাও টাকার হদিশ পেতে আন্তঃরাজ্য কেলেঙ্কারির তদন্ত হবে
টাকা সরিয়ে ফেলার আন্তর্জাতিক যোগ মিললে তারও তদন্তে সিবিআই

নন্দীগ্রাম, জ্ঞানেশ্বরী সহ একাধিক মামলায় সিবিআই তদন্তে সুবিচার মেলেনি। রাজ্যের পেশ করা এই যুক্তিও নস্যাত করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিক্ষিপ্ত পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সিবিআই তদন্তের দাবি খারিজ করা যায় না উধাও টাকার হদিশ পেতে সিটের তদন্তের অগ্রগতি মোটেও সন্তোষজনক নয় কেলেঙ্কারির টাকায় কারা সুবিধা ভোগ করেছে সিটের তদন্ত তার কোনও হদিশ দিতে পারেনি

রাজ্যে পুলিসের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, কীভাবে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির নজর এড়িয়ে প্রতারণার জাল ছড়াল সারদা?

সিবিআই তদন্তের নির্দেশ দিলেও প্রতারিতদের টাকা ফেরত দিতে তৈরি শ্যামল সেন কমিশনের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করেনি সুপ্রিম কোর্ট। যদিও, ওই কমিশনের প্রাসঙ্গিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Tags:
.