হাতে হাত কংগ্রেস-বাম-তৃণমূলের, বিরোধীরা এক হলেও কাঁটা JPC

নোট ইস্যুতে এককাট্টা বিরোধীরা। সংসদ চত্বরে ২০০ জন বিরোধী সাংসদের ধরণা। ২৮ তারিখ দেশজোড়া আন্দোলনের ঘোষণা। বিরোধী ঐক্যের এমন দিনেও কিন্তু, বিঁধল JPC কাঁটা। ডেরেক-সুদীপের পাশেই প্ল্যাকার্ড হাতে JPC-র দাবিতে সরব হল কংগ্রেস । রাহুল গান্ধী জানিয়ে দিলেন যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে অনড় থাকছে কংগ্রেস। নোট ইস্যুতে এককাট্টা বিরোধী শিবির। সংসদ চত্বরে হাতে হাত কংগ্রেস-বাম-তৃণমূলের।

Updated By: Nov 23, 2016, 06:16 PM IST
হাতে হাত কংগ্রেস-বাম-তৃণমূলের, বিরোধীরা এক হলেও কাঁটা JPC

ওয়েব ডেস্ক: নোট ইস্যুতে এককাট্টা বিরোধীরা। সংসদ চত্বরে ২০০ জন বিরোধী সাংসদের ধরণা। ২৮ তারিখ দেশজোড়া আন্দোলনের ঘোষণা। বিরোধী ঐক্যের এমন দিনেও কিন্তু, বিঁধল JPC কাঁটা। ডেরেক-সুদীপের পাশেই প্ল্যাকার্ড হাতে JPC-র দাবিতে সরব হল কংগ্রেস । রাহুল গান্ধী জানিয়ে দিলেন যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে অনড় থাকছে কংগ্রেস। নোট ইস্যুতে এককাট্টা বিরোধী শিবির। সংসদ চত্বরে হাতে হাত কংগ্রেস-বাম-তৃণমূলের।

নোট যুদ্ধ এককাট্টা বিরোধী শিবির
বুধবার বিরোধী ঐক্যের এমনই ঝলমলে ছবির সাক্ষী রইল সংসদ। সংসদ চত্বরে হাতে হাত রাখলেন BSP,JDU,TMC, AIADMK, NCP, বামেদের ২০০জন সাসংদ। তবুও তাল কাটল।

তবুও JPC কাঁটা...

একজোট তো হল কিন্তু একসুর হল কি? বিরোধী ঐক্যের এমন রেড লেটার ডে-তেও খচখচ করল JPC কাঁটা।কংগ্রেসের অভিযোগ, নোট বাতিলকে সামনে রেখে বড়সড় দুর্নীতি করেছে মোদী সরকার। তাই সংসদে JPC চায় কংগ্রেস। একইসুর বামদেরও।  কিন্তু, JPC তদন্তে সায় নেই তৃণমূল কংগ্রেসের।বুধবার বিরোধীদের ঐক্যের বিজ্ঞাপনের দিনেও ঢাকা গেল না মতবিরোধের জায়গাটা। সংসদের বাইরে ডেরেকের পাশেই JPC-র দাবিতে প্ল্যাকার্ড হাতে দেখা গেল কংগ্রেস সাংসদদের।

JPC-র দাবি নিয়ে কংগ্রেস যে স্ট্যান্ড বদলাবে না তা আরও একবার স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধী। JPCতে অনড় কংগ্রেস। অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেসও। তবে কি বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারাটা ধাক্কা খাবে JPC-তে? তৃণমূল শিবির অবশ্য তেমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি, লক্ষ্য যখন মোদী বিরোধী আন্দোলন তখন সামান্য মতানৈক্য কোনও ফ্যাক্টরই নয়।

.