অবশেষে আত্মসমর্পণ JNU-এর ছাত্র নেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের

অবশেষে দিল্লি পুলিসের কাছে আত্মসমর্পণ করলেন JNU-এর ছাত্র নেতা উমর খালিদ। তাঁর সঙ্গেই আত্মসমর্পণ করেন অপর ছাত্রনেতা অনির্বাণ ভট্টাচার্য। 

Updated By: Feb 24, 2016, 08:50 AM IST
অবশেষে আত্মসমর্পণ JNU-এর ছাত্র নেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের

ওয়েব ডেস্ক: অবশেষে দিল্লি পুলিসের কাছে আত্মসমর্পণ করলেন JNU-এর ছাত্র নেতা উমর খালিদ। তাঁর সঙ্গেই আত্মসমর্পণ করেন অপর ছাত্রনেতা অনির্বাণ ভট্টাচার্য।  রাতে ক্যাম্পাসের বাইরে গিয়ে পুলিসের কাছে তাঁরা ধরা দেন। প্রশাসনিক ভবন থেকে মেইন গেট পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীদের গাড়িতে যান উমর খালিদ এবং অনির্বাণ। সেই গাড়িতেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সাউথ ক্যাম্পাস পুলিস স্টেশনে নিয়ে যাওয়া হয়। আজ তাঁদের পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে।  গতকালই  উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের নিরাপত্তার আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। চাপে পড়েই এই আত্মসমর্পণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। JNU কাণ্ডে যে ছজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের । এঘটনায় পুলিস আগেই JNUSU-এর সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

.