যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার জেএনইউ-এর অধ্যাপক
পড়ুয়াদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও জেহরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছিলেন
নিজস্ব প্রতিবেদন: যৌন নিগ্রহের অভিযোগে শেষপর্যন্ত গ্রেফতার করা হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে। বেশ কয়েকদিন ধরেই অভিযুক্ত অধ্যাপক অতুল জোহরিকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা।
জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোয়া খান সংবাদ মাধ্যামে জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করার ৪ দিন পরও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র একটি এফআইআর করে দায় সারা হয়েছিল। তার পরেই আন্দোলনে নামে পড়ুয়ারা।’
আরও পড়ুন-খাটে স্ত্রীর দেহ, মাথার পাশে স্বামীর গলার নলি কাটা শরীর
উল্লেখ্য, পড়ুয়াদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও জেহরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছিলেন। মোট ৫৪ জন অধ্যাপাক জোহরির বিরুদ্ধে পৃথক এফআইআর করার দাবিও করছিলেন। অধ্যাপক অতুল জোহরির গ্রেফতার সম্পর্কে দিল্লি পুলিসের যুগ্ম কমিশনার জানান, ‘অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হয়েছে। গোটা বিষয়টির উপরে নজর রাখছেন অতিরিক্ত যুগ্ম কমিশনার মনিকা ভরদ্বাজ।’