কুপাওয়ারায় গুলির লড়াই, সেনার জালে ৩ জঙ্গি

হান্দওয়ারার পর এবার কুপওয়ারা। একই দিনে কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। মঙ্গলবার দুপুর থেকে কুপওয়ারার গুজ্জারপাতি এলাকায় সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। ওই এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তারক্ষীদের। সেনা বাহিনীর নজরদারি এড়িয়ে জঙ্গিরা যাতে কোনওভাবেই চম্পট দিতে না পারে, সেজন্য সজাগ জওয়ানরা। তবে ওই এনকাউন্টারে  এক জওয়ানের মৃত্যুর পাওয়া গিয়েছে বলে খবর। 

Updated By: Nov 21, 2017, 06:24 PM IST
কুপাওয়ারায় গুলির লড়াই, সেনার জালে ৩ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি : হান্দওয়ারার পর এবার কুপওয়ারা। একই দিনে কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। মঙ্গলবার দুপুর থেকে কুপওয়ারার গুজ্জারপাতি এলাকায় সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। ওই এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তারক্ষীদের। সেনা বাহিনীর নজরদারি এড়িয়ে জঙ্গিরা যাতে কোনওভাবেই চম্পট দিতে না পারে, সেজন্য সজাগ জওয়ানরা। তবে ওই এনকাউন্টারে  এক জওয়ানের মৃত্যুর পাওয়া গিয়েছে বলে খবর।

প্রসঙ্গত মঙ্গলবার সকালে হান্দওয়ারা মাগাম এলাকায় সোনবাহিনীর গুলিতে খতম হয় লস্করের ৩ জঙ্গি। নিহতরা প্রত্যেকেই পাকিস্তানি বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের জিডি এসপি বৈদ্য।

 

এদিকে গোয়েন্দার সূত্রের খবর, লেহ বিমানবন্দরে হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্থানীয় পুলিসকে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা। ফলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে লেহ বিমানবন্দর ও তার আশপাশের এলাকা।

আরও পড়ুন : এলিয়েন নেমে এল? 'আজব' পেঁচা দেখে আতঙ্ক, ভাইরাল ভিডিও 

সম্প্রতি বান্দিপোরায় খতম করা হয় ৬ পাকিস্তানি জঙ্গিকে। ওই ৬ জঙ্গি নিকেশের পর থেকেই পাল্টা হামলা চালানোর পরিকল্পনা শুরু করেছে পাক মদতপুষ্ট ওই জঙ্গি সংগঠনগুলি। গোটা কাশ্মীর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। 

.