ভারতের বায়ুসেনা ঘাঁটিগুলিতে পাঠানকোটের মতো হামলার ছক কষছে জইশ জঙ্গিরা!

২০১৬ সালের ২ জানুয়ারি পঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক জঙ্গির

Updated By: Oct 20, 2020, 12:21 AM IST
ভারতের বায়ুসেনা ঘাঁটিগুলিতে পাঠানকোটের মতো হামলার ছক কষছে জইশ জঙ্গিরা!
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: লাদাখে উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরে প্রায়ই জঙ্গি-সেনা সংঘর্ষে নিহত হচ্ছে একের পর এক উগ্রপন্থী। একমধ্যেই ভারতীয় বায়ুসেনা ঘাঁটিগুলিতে পাঠানকোর্টের মতো হামলা চালানোর পরিকল্পনা করেছে জইশ-ই-মহম্মদ! এমনটাই খবর জি নিউজ সূত্রে।

আরও পড়ুন-'আবদুল্লা ও মুফতি পরিবার একদিন দারিদ্র জিইয়ে রেখেছিল কাশ্মীরে, এত দুর্নীতি ভাবতে পারবেন না'

গোয়েন্দা সূত্রে খবর, অক্টোবরেই রাজস্থানের সেনা ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা। এর পাশাপাশি দিল্লিতে হামলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক 'মওলানা'-কে। এই মওলানা আফগানিস্থানে জইশ জঙ্গিদের সঙ্গে কাজ করেছে। ওই মওলানাকে নিয়োগ করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২ জানুয়ারি পঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। কয়েক দিন ধরে চোরাগোপ্তা লড়াইয়ে নিহত হয় বেশ কয়েকজন জঙ্গি।

আরও পড়ুন-'উত্তরপ্রদেশের ধর্ষণ নিয়ে গোটা দেশ ক্ষুব্ধ, শাহ কথা বলছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে!'

বর্তমানে পাকিস্তানে রয়েছে ৪০,০০০ জঙ্গি। এদের মধ্যে মাত্র ১৬ জনকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। গোয়েন্দা সূত্রে খবর, এদের অনেকেই শীতের সময়ে এলওসি পার করে ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা জামাত-উদ-দাওয়া ও জইশ-ই-মহম্মদের সদস্য। দুনিয়ায় এই দুই সংগঠন নিষিদ্ধ হলেও পাকিস্তানে এরা বেহাল তবিয়তেই কাজ চালিয়ে যাচ্ছে।

.