এখনই বাতিল হচ্ছে না ২০০০-এর নোট, ফের স্পষ্ট করলেন জেটলি
Updated By: Aug 23, 2017, 06:16 PM IST
ওয়েব ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাজারে আসছে নয়া নোট। বাজারে ২০০ টাকার নোট নিয়ে আসার কথা নিশ্চিত করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। খুচরো নতুন নোট বাজারে আসার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফের একবার উস্কে ওঠে জল্পনা। তাহলে কি ২০০০-এর নোট বাতিল হচ্ছে?
যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ আরও একবার স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই কোনও নোট বাতিল হচ্ছে না। ২০০০ টাকার নোট বাতিল করার ব্যাপারে কোনও পরিকল্পনা নেই। একইসঙ্গে তিনি আরও বলেন, বাজারে নতুন ২০০ টাকার নোট নিয়ে আসার ব্যাপারে পূর্ণ সম্মতি জানিয়েছে সরকার। এরফলে খুচরো সমস্যা মিটবে বলেই তাঁর আশা। তবে নতুন ২০০ টাকার নোট কবে আসবে, তা স্থির করবে RBI-ই।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে কেন্দ্র। ৯ নভেম্বর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে ছাড়ে রিজার্ভ ব্যাঙ্ক।