ভিডিয়ো: ওয়াইসি শপথ নিতে উঠতেই সংসদে 'জয় শ্রী রাম' ধ্বনি
ওয়াইসির শপথগ্রহণে উঠল 'জয় শ্রী রাম' ধ্বনি।
নিজস্ব প্রতিবেদন: সংসদের দ্বিতীয় দিনে শপথ নিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুস্লিমীনের (এআইএমআইএম) সভাপতি আসাউদ্দিন ওয়াইসি সাংসদ হিসেবে শপথ নিলেন। তাঁর নাম ঘোষণা হওয়ার পরই সংসদে ওঠে জয় শ্রী রাম, ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম ধ্বনি। তাতে অবশ্য মেজাজ হারাননি ওয়াইসি। বরং হেসে উত্সাহ দিয়েছেন।
মঙ্গলবার সংসদে শপথ নিতে নির্ধারিত আসন ছেড়ে ওঠেন এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। এরপরই শুরু হয় জয় শ্রী রাম, বন্দে মাতরম ও ভারত মাতা কি জয় ধ্বনি। বিজেপি ও তার সহযোগী দলের সাংসদরাই ধ্বনি দেন। তবে তাতে বিন্দুমাত্র বিচলিত হননি। বরং দুহাত আরও জোরে স্লোগান দেওয়ার ইশারা করেন ওয়াইসি। সাংসদ হিসেবে শপথগ্রহণের পর জয় মীম, আল্লাহ-হু-আকবর ও জয় হিন্দ স্লোগান দিয়ে শেষ করেন আসাউদ্দিন।
#WATCH: Slogans of Bharat Mata ki Jai and Vande Mataram raised in the Lok Sabha as AIMIM MP from Hyderabad Asaduddin Owaisi comes to take his oath. He concluded his oath with "Jai Bhim! Takbir! Allahu Akbar! Jai Hind!" pic.twitter.com/TGt7bRfDfC
— ANI (@ANI) June 18, 2019
পরে আসাউদ্দিন ওয়াইসি বলেন,''ভালই তো। অন্তত আমাকে দেখে ওদের রামের কথা মনে পড়েছে। ওরা সংবিধান মেনে চলবে বলে আশা করছি''।
বলে রাখি, সপ্তদশ লোকসভার প্রথম দিনই সংসদে উঠেছে জয় শ্রী রাম ধ্বনি। বাংলার বিজেপি সাংসদরা যখন শপথ নিচ্ছিলেন, তখন রাম নাম করছিল গেরুয়া শিবির।
আরও পড়ুন- বন্দেমাতরম ইসলাম বিরোধী, বিতর্কিত মন্তব্য সমাজবাদী পার্টির সাংসদের