জেলে থেকেই উপনির্বাচনী যুদ্ধ দেখবেন জগন

তেলুগু মুলুকের গুরুত্বপূর্ণ উপনির্বাচনের দিন চাঁচলগুড়া কেন্দ্রীয় কারাগারেই কাটাতে হবে ওয়াই এস জগনমোহন রেড্ডিকে। হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় ধৃত কাড়াপার ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদকে এদিন আগামী ২৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাথার নির্দেশ দিয়েছে হায়দরাবাদের বিশেষ সিবিআই আদালত।

Updated By: Jun 11, 2012, 03:55 PM IST

তেলুগু মুলুকের গুরুত্বপূর্ণ উপনির্বাচনের দিন চাঁচলগুড়া কেন্দ্রীয় কারাগারেই কাটাতে হবে ওয়াই এস জগনমোহন রেড্ডিকে। হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় ধৃত কাড়াপার ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদকে এদিন আগামী ২৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাথার নির্দেশ দিয়েছে হায়দরাবাদের বিশেষ সিবিআই আদালত।
আয় বহির্ভূত সম্পত্তির মামলার জেরে সম্পত্তি মামলার জেরে গত ২৭ মে কাডাপার ওয়াইএসআর কংগ্রেস সাংসদ জগনমোহন রেড্ডিকে গ্রফতার করে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্র(১২০বি), প্রতারণা(৪২০), নথি জাল(৪৭৭-এ), চুক্তিভঙ্গ(৪০৯) এবং দুর্নীতি দমন আইনের ১৩(১)ডি ও ১৩(২) ধারায় অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে জগনমোহন রেড্ডি ও অন্যান্য অভিযুক্তদের নামে সিবিআই-এর পেশ করা তৃতীয় চার্জশিটের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আদালতে তলব করে সিবিআই আদালত। ইতিমধ্যেই এই মামলার জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসনকেও তলব করেছে সিবিআই।
এই পরিস্থতিতে আগামীকাল অন্ধ্রপ্রদেশের নেল্লোর লোকসভা এবং ১৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। জগনপন্থী কংগ্রেস সাংসদ মেকাপতি রাজমোহন রেড্ডি সাংসদ-পদ ছেড়ে নেল্লোর থেকে ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী হিসেবে উপনির্বাচনী যুদ্ধে নেমেছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টি সুব্রমণি রেড্ডিকে। অন্ধ্রের প্রধান বিরোধী দল তেলুগু দেশম প্রার্থী ভি ভেনুগোপাল রেড্ডি ভোটের লড়াইয়ে থাকলেও তাঁর জেতার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যের ১৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রেই জগনপন্থী প্রাক্তন কংগ্রেস বিধায়করা ওয়াইএসআর কংগ্রেস পার্টির টিকিটে ভোটের লড়াইয়ে রয়েছেন।

একই ভাবে আল্লাগাড্ডা থেকে বিধানসভায় নির্বাচিত প্রজারাজ্যম পার্টির বিধায়ক শোভা নাগি রেড্ডি ইস্তফা দিয়ে জগনের দলের হয়ে ভোটে লড়ছেন। অন্যদিকে ২০১৪ সালের ভোটে তিরুপতি বিধানসভা কেন্দ্রে জয়ী প্রজারাজ্যম পার্টির সভাপতি চিরঞ্জিবী সদলবলে কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে ভোট হচ্ছে। এই পরিস্থিতিতে জগনমোহন রেড্ডির কাছে এই উপনির্বাচন কার্যত রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে যুদ্ধ। ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্বের দাবি, তাঁদের নেতা রাজনৈতিক চক্রান্তের বলি হয়ে জেলে গিয়েছেন। উপনির্বাচনে এর সমুচিত জবাব দেবেন অন্ধ্রের মানুষ।
অন্ধ্রপ্রদেশের ১টি লোকসভা ও ১৮টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মঙ্গলবার মধ্যপ্রদেশের মহেশ্বর(তফশিলী জাতি, সংরক্ষিত), ত্রিপুরার নালচর(তফশিলী জাতি, সংরক্ষিত), উত্তরপ্রদেশের মাথ, তামিলনাড়ুর পুড়ুকোট্টাই, মহারাষ্ট্রের কাইজ(তফশিলী জাতি, সংরক্ষিত) এবং ঝাড়খণ্ডের হাটিয়া বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে-বাঁকুড়া এবং দাসপুরের নামও। আগামী ১৫ জুন সকাল ৮টা থেকে শুরু হবে এই সমস্ত কেন্দ্রগুলির পাশাপাশি ইতিমধ্যেই ভোট হয়ে যাওয়া কেরলের নেয়াত্তিনকারা বিধানসভা আসনের ভোটগণনা।

.