ভারত মহাসাগরে অতন্দ্র প্রহরী, মহাকাশে পাড়ি DRDO-র উপগ্রহ Sindhu Netra-র

ডিআরডিও(DRDO) সূত্রে  খবর, ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও ব্যবসায়িক গুরুত্বের দিক থেকে সিন্ধুনেত্র-র উত্ক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ

Updated By: Feb 28, 2021, 09:31 PM IST
ভারত মহাসাগরে অতন্দ্র প্রহরী, মহাকাশে পাড়ি DRDO-র উপগ্রহ Sindhu Netra-র

নিজস্ব প্রতিবেদন: রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা ক্ষেত্রে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এদিন মোট ১৮টি স্যাটেলাইট নিয়ে মাহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট PSLV-C51। ওইসব উপগ্রহের মধ্যে রয়েছে ভারতের নজরদারি স্যাটেলাইট 'সিন্ধুনেত্র'।

আরও পড়ুন-'ভাইজান'কে মঞ্চে দেখেই থামলেন Adhir, বুঝিয়ে রাজি করালেন Biman-Salim   

দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ভারত মহাসাগর। বিশাল ওই এলাকায় শত্রু রণতরী ও মার্চেন্ট নেভির উপরে নজর রাখতেই DRDO তৈরি করেছে  বিশেষ নজরদারি স্যাটেলাইট 'Sindhu Netra'। সেটিই আজ পাড়ি দিল মহাকাশে।

উল্লখ্যে, ইসরোর(ISRO) কমার্শিয়াল উইং NSIL(NewSpace India Limited) আজ সাফল্যের সঙ্গে ব্রাজিলের একটি উপগ্রহ মহাকাশে উত্ক্ষেপণ করে।  একইসঙ্গে উত্ক্ষেপণ করা হয়েছে সিন্ধুনেত্র-কেও।

আরও পড়ুন-বিধানসভা ত্রিশঙ্কু হলে BJP-র সঙ্গে সমঝোতা করবেন Mamata: Yechury  

ডিআরডিও(DRDO) সূত্রে  খবর, ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও ব্যবসায়িক গুরুত্বের দিক থেকে সিন্ধুনেত্র-র উত্ক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে নজরদারির জন্য ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করেছে ভারত। 

 

.