বাংসরিক GST রিটার্ন দাখিলের সময়সীমা ফের বাড়াল কেন্দ্র

বিশেষজ্ঞদের বক্তব্য, সময়সীমা কম সময়ের জন্য বাড়ানো হয়েছে। তবে এই সময় করদাতাদের তাদের কর দেওয়ার ক্ষেত্রে সুবিধে করে দেবে

Updated By: Feb 28, 2021, 08:40 PM IST
বাংসরিক GST রিটার্ন দাখিলের সময়সীমা ফের বাড়াল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: এনিয়ে দুবার। ফের বাড়ল জিএসটি রিটার্ন দাখিলের সময়সীমা।

এবার ২০১৯-২০ সালের বাত্সরিক GST রিটার্ন দাখিল করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এর আগে এই সময়সীমা ২০২০ সালের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ২০২১।

আরও পড়ুন-সঙ্গে বিমান-অধীর-আব্বাস আছে, আমাদেরই হবে জয়: Salim

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের(Finance Ministry) তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, 'জিএসটি রিটার্ন দাখিলেন সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে করদাতাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে করদাতারা তাদের সমস্যার কথা জানিয়েছিলেন। সেকথা মাথায় রেখেই ২০১৯-২০ সালের জিএসটি(GSTR-9) দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হল। '

আরও পড়ুন-আব্বাসের বেলায় উঠে দাঁড়াল, অধীরের ক্ষেত্রে নয়, জোট-জটে কটাক্ষ Firhad-র  

GSTR-9 হল বাত্সরিক জিএসটি রিটার্ন। এই সময়সীমা বাড়ানো নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, সময়সীমা কম সময়ের জন্য বাড়ানো হয়েছে। তবে এই সময় করদাতাদের তাদের কর দেওয়ার ক্ষেত্রে সুবিধে করে দেবে।

উল্লেখ্য, ২ কোটির বেশি বাত্সরিক টার্নওভারের ক্ষেত্রে এই বাত্সরিক রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

.