ভারী উপগ্রহ বহনে স্বাবলম্বী হয়ে আজ ইতিহাসে ইসরো

মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়তে চলেছে ভারত। বিকেল ৫টা বেজে ২৮ মিনিটে ৬৪০ টনের দেশের সব চেয়ে বড় রকেট GSLV MK III রকেট উড়ে যাবে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে। এর সঙ্গে সঙ্গে ভারী স্যাটেলাইট বহনের জন্য অন্য দেশের ওপর আর নির্ভরশীল থাকতে হবে না ভারতকে।  কারণ, GSLV MK III  ৪ টনের স্যাটেলাইট বহনে সক্ষম। এবার ৩ হাজার ১৩১ কেজির স্যাটেলাইট নিয়ে যাচ্ছে GSLV MKIII। এতদিন ২.৩ টনের বেশি স্যাটেলাইট পাঠাতে অন্য দেশের ওপর নির্ভর করতে হত ইসরোকে। ফলে এবার থেকে ভারী স্যাটেলাইট পাঠানোর জন্য অন্য অনেক দেশই ভারতের ওপর নির্ভরশীল হবে। ১৩ তলা উচ্চতার এই রকেট তৈরিতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। ১৫ বছর ধরে এই রকেট বানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। (আরও পড়ুন- শত্রুপক্ষের সঙ্গে এবার থেকে সম্মুখসমরে লড়াই করবেন ভারতীয় মহিলা সেনাকর্মীরা!)

Updated By: Jun 5, 2017, 08:45 AM IST
ভারী উপগ্রহ বহনে স্বাবলম্বী হয়ে আজ ইতিহাসে ইসরো

ওয়েব ডেস্ক: মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়তে চলেছে ভারত। বিকেল ৫টা বেজে ২৮ মিনিটে ৬৪০ টনের দেশের সব চেয়ে বড় রকেট GSLV MK III রকেট উড়ে যাবে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে। এর সঙ্গে সঙ্গে ভারী স্যাটেলাইট বহনের জন্য অন্য দেশের ওপর আর নির্ভরশীল থাকতে হবে না ভারতকে।  কারণ, GSLV MK III  ৪ টনের স্যাটেলাইট বহনে সক্ষম। এবার ৩ হাজার ১৩১ কেজির স্যাটেলাইট নিয়ে যাচ্ছে GSLV MKIII। এতদিন ২.৩ টনের বেশি স্যাটেলাইট পাঠাতে অন্য দেশের ওপর নির্ভর করতে হত ইসরোকে। ফলে এবার থেকে ভারী স্যাটেলাইট পাঠানোর জন্য অন্য অনেক দেশই ভারতের ওপর নির্ভরশীল হবে। ১৩ তলা উচ্চতার এই রকেট তৈরিতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। ১৫ বছর ধরে এই রকেট বানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। (আরও পড়ুন- শত্রুপক্ষের সঙ্গে এবার থেকে সম্মুখসমরে লড়াই করবেন ভারতীয় মহিলা সেনাকর্মীরা!)

.