আইপিএস খুন : সিবিআই তদন্তের নির্দেশ চৌহানের
আইপিএস অফিসার নরেন্দ্রকুমার সিংয়ের খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর আগে ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন চৌহান।
আইপিএস অফিসার নরেন্দ্রকুমার সিংয়ের খুনের ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর আগে ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন চৌহান।
কিন্তু এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন নিহত আইপিএস অফিসারের পরিবারের সদস্যরা। তাঁরা অভিযোগ করেন, রাজ্যপ্রশাসনের উঁচুতলার যোগসাজশে, সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে মোরেনা জেলার বানমোরের সাব ডিভিশনাল পুলিস অফিসার (এসডিপিও) পদে কর্মরত ৩০ বছরের ওই আইপিএস অফিসারকে। এমনকী পুত্রের অন্তেষ্টিতে দাঁড়িয়ে নরেন্দ্রকুমারের বাবা কেশব দেব অভিযোগ করেন, খনি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নেমে স্থানীয় পুলিস প্রশাসনের কোনও সাহায্যই পাননি তাঁর ছেলে। পুরো ঘটনার পিছনে মধ্যপ্রদেশের শাসক দল বিজেপি`র দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি।
গত বুধবার, বানমোর শহরের অদূরে হোলির রুটিন পুলিস টহল তত্ত্বাবধানের সময় খনি মাফিয়াদের পাথর বোঝাই ট্রাক্টরটিকে দেখতে পান ২০০৯-এর আইপিএস অফিসার নরেন্দ্রকুমার সিং। নিজের জিপে চড়ে পাথর বোঝাই ট্রাক্টর-ট্রলিকে ওভারটেক করে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। কিন্তু গাড়ি না দাঁড় করিয়ে প্রকাশ্য রাস্তায় তাঁকে পিষে দেয় খনি মাফিয়ারা। হাসপাতালে নিয়ে গেলে নরেন্দ্রকুমারকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই ট্রাক্টর চালক মনোজ গুর্জরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে।